ইন্টারনেটের লাইন ঠিক করতে গিয়ে বিধবাকে ধর্ষণ, ভিডিও ধারণ

শ্রীপুর (গাজীপুর) প্রতিনিধি
০৫ সেপ্টেম্বর ২০২৫, ১৪:২৮
শেয়ার :
ইন্টারনেটের লাইন ঠিক করতে গিয়ে বিধবাকে ধর্ষণ, ভিডিও ধারণ

শ্রীপুর মডেল থানা। ছবি: সংগৃহীত

গাজীপুরের শ্রীপুরে ইন্টারনেটের ওয়াই-ফাই লাইন ঠিক করতে গিয়ে দুই সন্তানের জননী বিধাব নারীকে ধর্ষণের অভিযোগ পাওয়া গেছে। 

ঘটনা ঘটেছে উপজেলার গাজীপুর ইউনিয়নের নিজ মাওনা গ্রামে। 

জানা গেছে, ধর্ষকরা ওই সময় ধর্ষণের ভিডিও ধারণ করে। ঘটনা প্রকাশ করলে হত্যাসহ ধর্ষণের ভিডিও ইন্টারনেটে ছড়িয়ে দেওয়ার হুমকি দেয় ধর্ষকরা। ধর্ষকদের হুমকির মুখে ভিকটিম মামলা করতে সাহস পাননি। মানসিক যন্ত্রনা সহ্য করতে না পেরে বিষয়টি স্বজনদের জানান। তাদের পরামর্শে ঘটনার ৭ দিন পর গতকাল বৃহসপতিবার রাতে ভিকটিম বাদী হয়ে থানায় মালা করেন। 

জানা যায়, ৪ বছর পূর্বে ভিকটিমের স্বামী মারা যান। দুই সন্তানকে নিয়ে একা বাড়িতে থাকেন ভিকটিম। পাশে দেবরের বাড়ি। গত ২৮ আগষ্ট সন্ধ্যা ছয়টার দিকে ওয়াই ফাই সংযোগ ঠিক করতে স্থানীয় দুই ওয়াই ফাই ব্যবসায়ী ভিকটিমের বাসায় যায়। সংযোগ ঠিক করার এক পর্যায়ে অভিযুক্ত ওই দুই ব্যবসায়ী ফাঁকা বাড়িতে ভিকটিমকে একা পেয়ে জোড়পূর্বক ধর্ষণ করে। এ সময় তারা ধর্ষণের ভিডিও ধারণ করে। 

এ ঘটনা কাউকে জানালে বা প্রকাশ করলে তাকে খুন করা হবে। ধর্ষণের ভিডিও ইন্টারনেটে ছড়িয়ে দেয়া হবে- এমন হুমকির মুখে অসহায় নারী ঘটনার পর থেকে অসহ্য যন্তনায় ভুগতে ছিলেন। মানসিক যন্ত্রনা সহ্য করতে পারছিলেন না। এক পর্যায়ে বিষয়টি স্থানীয় মেম্বার ও স্বজনদের জানান। তাদের পরামর্শে সুবিচার পেতে ভিকটিম গতকাল বৃহসপতিবার রাতে শ্রীপুর থানায় দুই ধর্ষকের বিরুদ্ধে মামলা করেছেন।  

বিষয়টি নিশ্চিত করে শ্রীপুর থানার পরিদর্শক (তদন্ত) ও মামলার তদন্ত কর্মকর্তা শামীম আকতার জানান, ভিকটিমকে আদালতের মাধ্যমে ডাক্তারী পরীক্ষার জন্য পাঠানো হবে। গ্রেপ্তার ও তদন্তের স্বার্থে অভিযুক্তদের পরিচয় গোপন রাখা হয়েছে বলে জানা যায়।