মেয়েকে নিয়ে আলিয়ার নতুন ভাবনা

বিনোদন ডেস্ক
০৫ সেপ্টেম্বর ২০২৫, ১৩:২৪
শেয়ার :
মেয়েকে নিয়ে আলিয়ার নতুন ভাবনা
ছবি : সংগৃহীত

বলিউডের জনপ্রিয় অভিনেত্রী আলিয়া ভাট। বর্তমানে জীবনের এক নতুন অধ্যায় পার করছেন। একদিকে যেমন তার পেশাগত ব্যস্ততা, অন্যদিকে তিনি তার মেয়ে রাহার মাতৃত্বের স্বাদ উপভোগ করছেন।

আলিয়া তার মেয়ে রাহার সঙ্গে সময় কাটানোর জন্য নিজের কাজরে বাইরেও নতুন করে সাজিয়েছেন সময়। সন্তান জন্মের পর আলিয়া বেশ কিছুদিন কাজ থেকে দূরে ছিলেন। ব্যস্ত ছিলেন নিজের সন্তানকে নিয়ে।

তবে বর্তমানে তার পেশাজীবনের ব্যস্ততা আবার বেড়ে চলেছে। এই পরিস্থিতিতে আলিয়া তার স্বামী রণবীর কাপুরের কাছ থেকে পূর্ণ সমর্থন পেয়েছেন।

তিনি বলেন, ‘মেয়ের জন্মের পরেই আমরা একটা সিদ্ধান্তে আসি যে, মেয়েকে কখনো একা ছাড়ব না । রাহাকে কখনও আমি দেখব, কখনও রণবীর। যার যখন কাজ থাকবে, অন্যজন ছুটি নিয়ে আমরা সন্তানের কাছে থাকব।’

তিনি আরও বলেন, ‘আমরা দিনের পুরোটা সময় তার সঙ্গে থাকি। তবে রাহা নিজেও ব্যস্ত, ওর বিভিন্ন ক্লাস থাকে। দাদু-দিদার কাছে যায়। খেলতে যায়। আমার পরিবার ও সহকারীরাসহ এত গুলো লোক সহযোগিতা না করলে কিছুতেই সম্ভব হত না।’

প্রসঙ্গত, এই মুহূর্তে রণবীর ও আলিয়ার দু’জনেই এক ছবিতে অভিনয় করছেন। ছবির নাম ‘লাভ এন্ড ওয়ার’। শুটিং রাতে। তাই দু’জনকেই রাতটা বাইরে কাটাতে হচ্ছে। শুটিং শেষে খুব শীঘ্রই সিনেমাটি মুক্তি দেওয়া হবে।