শ্রীপুরে ট্রাকচাপায় কারখানা শ্রমিক নিহত

শ্রীপুর(গাজীপুর)প্রতিনিধি
০৫ সেপ্টেম্বর ২০২৫, ১৩:১৭
শেয়ার :
শ্রীপুরে ট্রাকচাপায় কারখানা শ্রমিক নিহত

গাজীপুরের শ্রীপুরে কর্মস্থলে যাওয়ার পথে ঘাতক ট্রাকের চাপায় কারখানা শ্রমিক সিয়াম (১৯) নিহত হন। 

আজ শুক্রবার ভোর পৌনে ৬টার দিকে উপজেলা মাওনা ইউনিয়নের মাওনা-গাজীপুর আঞ্চলিক সড়কের মেডিকেল মোড় এলাকায় এ ঘটনা ঘটে। 

জানা গেছে, নিহত সিয়াম ভোলা জেলার লালমোহন থানার রামগঞ্জ গ্রামের মো. আ. রহিমের ছেলে। তিনি উপজেলার গাজীপুর ইউনিয়নের দক্ষিন ধনুয়া গ্রামের আমিনুল ইসলামের বাড়িতে ভাড়া থেকে স্টিল মার্ক নামক কারখানায় চাকুরি করতেন।

নিহতের বাবা জানান, আমার ছেলে স্টিলমার্ক কারখানায় চাকুরি করত। আজ সকালে সে বাইসাইকেলে করে কাজে যাওয়ার পাথে ট্রাক চাপায় মারা যায়। ঘাতক ট্রাক তাকে রাস্তার সঙ্গে পিষে ফেলেছে। তার মগজ কলিজা সব রাস্তার সঙ্গে মিশে গেছে। 

শ্রীপুর থানার উপপরিদর্শক মো. আইয়ুবুল ইসলাম জানান, খবর পেয়ে ঘটনাস্থল থেকে ওই ব্যক্তির মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠানোর প্রক্রিয়া চলছে।

শ্রীপুর থানার অফিসার ইনচার্জ মহম্মদ আব্দুল বারিক জানান, এ ঘটনায় মামলা প্রক্রিয়াধীন রয়েছে। ঘাতক ট্রাকটিকে আটকের চেষ্টা চলছে।