ঢাকার কয়েকটি গুরুত্বপূর্ণ স্থানে সভা-সমাবেশে নিষেধাজ্ঞা
ছবি: সংগৃহীত
রাজধানীর কয়েকটি গুরুত্বপূর্ণ স্থানে সব ধরনের সভা-সমাবেশ, মিছিল, মানববন্ধন, শোভাযাত্রা ও গণজমায়েতের ওপর নিষেধাজ্ঞা জারি করেছে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)।
গতকাল বৃহস্পতিবার ডিএমপি কমিশনার শেখ মো. সাজ্জাদ আলীর স্বাক্ষরিত এক গণবিজ্ঞপ্তিতে এ সিদ্ধান্ত জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, প্রধান উপদেষ্টার নিরাপত্তার স্বার্থে ঢাকা মেট্রোপলিটন পুলিশ অর্ডিন্যান্স (অর্ডিন্যান্স নম্বর-ওওও/৭৬) এর ২৯ ধারায় অর্পিত ক্ষমতাবলে এই নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে।
আরও পড়ুন:
রাজধানীতে কিশোরীসহ ২ জনের মরদেহ উদ্ধার
নিষেধাজ্ঞা আগামী রবিবার থেকে কার্যকর হবে এবং পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত তা অনির্দিষ্টকালের জন্য বলবৎ থাকবে।
এর মধ্যে প্রধান উপদেষ্টার সরকারি বাসভবন ‘যমুনা’ ও সংলগ্ন এলাকা, বাংলাদেশ সচিবালয় ও আশপাশের এলাকা, হোটেল ইন্টারকন্টিনেন্টাল ক্রসিং, কাকরাইল মসজিদ ক্রসিং, অফিসার্স ক্লাব ক্রসিং, মিন্টো রোড ক্রসিং পর্যন্ত এলাকায় নিষেধাজ্ঞা কার্যকর থাকবে।
আরও পড়ুন:
নির্বাচন নিয়ে কী ভাবছে এলডিপি?
ডিএমপি জানিয়েছে, পরিস্থিতি স্বাভাবিক না হওয়া পর্যন্ত এই সিদ্ধান্ত বহাল থাকবে। প্রয়োজনে পরবর্তী সময় নতুন নির্দেশনাও দেওয়া হবে।