কাদেরের পাশে থাকবেন ছাত্রদল সভাপতি রাকিবুল, ফেসবুকে পোস্ট
‘ডাকসুতে জিতা লাগবে না, কেবল বেঁচে থাকতে চাই’ ফেসবুকে বৈষম্যবিরোধী শিক্ষার্থী সংসদ প্যানেলের সহসভাপতি (ভিপি) প্রার্থী আবদুল কাদেরের এমন পোস্টের পরিপ্রেক্ষিতে ছাত্রদলের সভাপতি রাকিবুল ইসলাম তার পাশে থাকার আশ্বাস দিয়েছেন।
বৃহস্পতিবার রাতে নিজের ফেসবুক আইডিতে দেওয়া এক পোস্টে ছাত্রদলের সভাপতি লিখেছেন, ‘কাদের তোমাকে কথা দিচ্ছি, রাজাকার, আলবদর, আলশামসদের বংশধরদের বিরুদ্ধে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল তোমার পাশে সর্বাত্মকভাবে থাকবে, ইনশা আল্লাহ। আলবদর বাহিনীর কমান্ডারদের আসল চরিত্র উন্মোচিত হয়েছে। সাইবার বুলিংয়ের জন্য প্রশিক্ষিত শিবিরের নেতা-কর্মী, গুপ্তবাহিনী, সমর্থক, সাথীবৃন্দ, জনশক্তি দ্বারা শুধু সচেতন নারী নেতৃত্বই নয়, বিরোধী মতাদর্শের সবাই ধারাবাহিকভাবে আক্রান্ত হচ্ছে। এদের চিহ্নিতপূর্বক বিচারের আওতায় নিয়ে আসতেই হবে, সেই দাবি করছি। সময়ের পরিক্রমায়, অপরাধীদের বিচার সুনিশ্চিত।’
এর আগে ডাকসু নির্বাচনে জয়ী হওয়ার দরকার নেই, শুধু বেঁচে থাকতে চান বলে মন্তব্য করেন বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্র সংসদের (বাগছাস) ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার আহ্বায়ক ও ডাকসু নির্বাচনে ভিপি প্রার্থী আব্দুল কাদের।
বৃহস্পতিবার ফেসবুকে নিজের আইডিতে দেওয়া এক পোস্টে তিনি এ মন্তব্য করেন।
আরও পড়ুন:
রাজধানীতে কিশোরীসহ ২ জনের মরদেহ উদ্ধার
কাদের তার পোস্টে লেখেন, ‘আমার ডাকসুতে জিতা লাগবে না, কেবল বেঁচে থাকতে চাই। এতোটুকু দয়া অন্তত আমাকে দেখানোর অনুরোধ।’
তিনি অভিযোগ করে লেখেন, ‘সেই রাজাকার নিয়ে কথা বলার পর থেকে প্রতিনিয়ত হেনস্তা বাড়ছে। তারপর থেকে আমি ঘুমাতে পারি না, মাঝরাতে জেগে উঠি; শরীর কাঁপতে থাকে। একটা মানুষকে নিয়ে আর কত করবেন? মানুষের কতটুকু ধৈর্য বা ক্ষমতা থাকে? আমি আর কতদিন নিতে পারব জানি না। কেবল অনলাইনে সীমাবদ্ধ থাকলে মানা যেত, কিন্তু বাড়িতে গিয়ে আমার আম্মাকেও কথা শুনানো হচ্ছে।’
তিনি আরও বলেন, ‘১০ দিন আগের বক্তব্য কাটছাঁট করে প্রোপাগান্ডা না ছড়ালেও পারতেন। পুরো বক্তব্য তুলে ধরলে মানুষ আসল সারমর্ম বুঝতে পারত। এখনো তো কেবল শুরু, সামনে আরও ৫ দিন বাকি। ততোদিনে কী হবে, সেটা ভাবলেই আরও বেশি ট্রমাটাইজড হয়ে যাই।’
আরও পড়ুন:
নির্বাচন নিয়ে কী ভাবছে এলডিপি?
উল্লেখ্য, সম্প্রতি একটি টিভি চ্যানেলে টকশোতে আব্দুল কাদেরকে ‘ছাত্রলীগের হাজার দোষ থাকতে পারে, কিন্তু ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রলীগ নারীদের প্রতি অনেক সহনশীল ছিল’ এমন মন্তব্য করতে দেখা যায়। এরপর থেকে তাকে নেটিজেনদের ব্যাপক সমালোচনার মুখে পড়তে হচ্ছে।
আবদুল কাদের জুলাই গণ-অভ্যুত্থানের সময় সমন্বয়ক হিসেবে ৯ দফা ঘোষণা করে পরিচিত হয়ে ওঠেন। গত বছর সরকারবিরোধী আন্দোলনের সময় সাত সমন্বয়ককে যখন আটক করে ডিবি কার্যালয়ে ধরে নেওয়া হয়েছিল, সে সময় সংবাদমাধ্যমে কাদেরের পাঠানো বার্তায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কর্মসূচি জানানো হতো। আওয়ামী লীগ সরকারের পতনের পর অভ্যুত্থানে সামনের সারিতে থাকা ছাত্রদের নিয়ে আত্মপ্রকাশ করা সংগঠন বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্রসংসদের ঢাকা বিশ্ববিদ্যালয়ের আহ্বায়ক হন আবদুল কাদের। তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিজয় একাত্তর হলের ২০১৮-১৯ সেশনের আবাসিক শিক্ষার্থী।