ওয়াশিংটনে ট্রাম্পের ন্যাশনাল গার্ড মোতায়েন ঠেকাতে মামলা

আন্তর্জাতিক ডেস্ক
০৪ সেপ্টেম্বর ২০২৫, ২৩:০৯
শেয়ার :
ওয়াশিংটনে ট্রাম্পের ন্যাশনাল গার্ড মোতায়েন ঠেকাতে মামলা

ওয়াশিংটন ডিসির অ্যাটর্নি জেনারেল ব্রায়ান শোয়াল্ব যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের রাজধানীতে ন্যাশনাল গার্ড মোতায়েনের বিরুদ্ধে আইনি চ্যালেঞ্জ দায়ের করেছেন।

বৃহস্পতিবার এক্স-এ দেওয়া পোস্টে তিনি বলেন, ‘স্থানীয় কর্তৃপক্ষের সম্মতি ছাড়া এ মোতায়েন বেআইনি। পাশাপাশি এটি ফেডারেল আইনেরও লঙ্ঘন, যেখানে সেনাবাহিনীকে দেশের ভেতরে পুলিশি কার্যক্রমে জড়িত হতে নিষেধাজ্ঞা দেওয়া আছে।’

শোয়াল্ব বলেন, ‘ডিসির ক্ষতি অপরিসীম। ন্যাশনাল গার্ড ইউনিটগুলো আইনসম্মত কর্তৃত্ব ছাড়াই এবং আইনশৃঙ্খলা রক্ষার প্রশিক্ষণ ছাড়াই কাজ করছে। তারা বিভ্রান্তি সৃষ্টি করছে, ভয় ছড়াচ্ছে, আস্থা নষ্ট করছে, উত্তেজনা বাড়াচ্ছে এবং পুলিশ ও তাদের সেবাগ্রহীতা সম্প্রদায়ের মধ্যকার গুরুত্বপূর্ণ সম্পর্ককে ক্ষতিগ্রস্ত করছে।’

মধ্য আগস্টে শুরু হওয়া এই মোতায়েন কখন শেষ হবে ট্রাম্প প্রশাসন এখনো তার স্পষ্ট কোনো সময়সীমা জানায়নি।

তিনি প্রায় ২ হাজার ৩০০ ন্যাশনাল গার্ড সেনা এবং অতিরিক্ত ১ হাজার ৮৭১ জন ফেডারেল আইনশৃঙ্খলা রক্ষাকারী সদস্য পাঠানোর বিষয়টিকে অপরাধ দমন ও জনসাধারণের স্থানগুলোকে আরও সুন্দর করার একটি বৃহত্তর প্রচেষ্টার অংশ হিসেবে তুলে ধরেছেন।

গত আগস্টে “অপরাধ জরুরি অবস্থা” ঘোষণা করার সময় ট্রাম্প প্রশাসন ওয়াশিংটন ডিসির স্থানীয় পুলিশকেও নিজেদের নিয়ন্ত্রণে নেয়। যদিও এটি একটি ফেডারেল জেলা, তবুও ১৯৭৩ সালের হোম রুল অ্যাক্ট অনুযায়ী শহরটির কিছু স্বশাসনাধিকার রয়েছে।