জানতে চাইলেন শবনম ফারিয়া, উত্তর দিলেন সারজিস আলম
ফেসবুকেই এখন অনেক সমস্যার সমাধান; হোক সেটা ছোট বা বড়! এই যেমন অভিনেত্রী শবনম ফারিয়া যেতে চান কাঞ্চনজঙ্ঘা দেখতে, পঞ্চগড়ে। কীভাবে কী করবেন, এর কূল কিনারা করতে না পেরে ফেসবুকে দিয়েছেন পোস্ট। অনেকেই সমাধান বাতলে দিয়েছেন। তবে সেখানে বেশ গ্রহণযোগ্য তথ্যটি দিয়েছেন সারজিস আলম, যিনি শুধু রাজনীতিতে সক্রিয় নন, বরং এনসিপির উত্তরাঞ্চলীয় মুখ্য সংগঠক হিসেবেও পরিচিত।
ছোট পর্দার অভিনেত্রী ফারিয়া ফেসবুকে লেখেন, পঞ্চগড় কিংবা কাঞ্চনজঙ্ঘার কাছে ফ্যামিলি নিয়ে ২/৩ দিন থাকার মতো কোন রিসোর্ট/হোটেল কিংবা স্টে হোম এর মতো কিছু কেউ সাজেস্ট করতে পারেন?
এক ঘণ্টায় ফারিয়ার স্ট্যাটাসে মন্তব্য এসেছে ৮ শ’টির মতো। মন্তব্যকারীদের একজন হলেন সারজিস আলম। তিনি লেখেন, ‘তেঁতুলিয়ায় থাকবেন। ডাকবাংলো আছে, কম্পারেটিভলি বেটার। তাছাড়া কয়েকটা এনজিওর রিসোর্টও আছে। পঞ্চগড়ে স্বাগতম!’
আরও পড়ুন:
ওটিটি প্ল্যাটফরম আমার জন্য বেশ লাকি
সারজিসের এ মন্তব্যে এক ঘণ্টায় প্রত্যুত্তর এসেছে ২০০টি। তবে এর রিপ্লাই তখনও দেননি ফারিয়া।
অনেকে বিষয়টি নিয়ে মজা করতেও ছাড়েননি।
আরও পড়ুন:
নানাকে নিয়ে পরীর আবেগঘন পোস্ট
প্রসঙ্গত, এ অভিনেত্রী পরিবারের সদস্যদের সঙ্গে সময় কাটাতে পছন্দ করেন। সময় পেলেই ঘুরে আসেন বিদেশ বা দেশের কোনো কোনো জায়গা।