সাভারে হত্যা মামলায় শেখ হাসিনাসহ ১১৪ জনের চার্জশিট
জুলাই অভ্যুত্থানের সময় ছাত্র-জনতার ওপর নির্বিচারে গুলি চালিয়ে নবী নুর মোড়ল নামের এক ব্যক্তিকে হত্যার ঘটনায় শেখ হাসিনাসহ ১১৪ জনের বিরুদ্ধে চার্জশিট দাখিল করেছে পুলিশ। আজ বৃহস্পতিবার সাভার মডেল থানা পুলিশ এ অভিযোগপত্র আদালতে জমা দেয়।
বিষয়টি নিশ্চিত করেছেন ঢাকা জেলার পুলিশ সুপার মো. আনিসুজ্জামান।
সাভারে বৈষম্যবিরোধী আন্দোলনের ঘটনায় শেখ হাসিনা ও আওয়ামী লীগের নেতাকর্মীদের বিরুদ্ধে আদালতে এটি প্রথম চার্জশিট।
অভিযোগপত্রে আসামিদের মধ্যে রয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের, সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামাল, সাবেক খাদ্যমন্ত্রী অ্যাডভোকেট কামরুল ইসলামসহ স্থানীয় আওয়ামী লীগ নেতাকর্মীরা।
গত বছরের ২০ জুলাই বিকালে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে যোগ দিয়ে সাভারের ওয়াপদা রোড তিন রাস্তার মোড়ে নিহত হন নবী নুর মোড়ল।
নিহতের স্ত্রী খুলনার পাইকগাছা উপজেলার বাসিন্দা আকলিমা বেগম গত বছরের ৪ সেপ্টেম্বর সাভার থানায় ১২৫ জনের নাম উল্লেখসহ অজ্ঞাত আরও ২০০-৩০০ জনকে আসামি করে সাভার মডেল থানায় হত্যা মামলা দায়ের করেন। সাক্ষ্য প্রমাণ বা ঘটনার সঙ্গে জড়িত না থাকায় এজাহারনামীয় ১৮ জন আসামিকে অব্যাহতির সুপারিশ করে মামলায় অভিযোগপত্র দাখিল করে পুলিশ।