নেশার টাকার জন্য বাবা-মাকে হত্যাচেষ্টা

বড়াইগ্রাম (নাটোর) প্রতিনিধি
০৪ সেপ্টেম্বর ২০২৫, ২১:৩১
শেয়ার :
নেশার টাকার জন্য বাবা-মাকে হত্যাচেষ্টা

বড়াইগ্রামে নেশাদ্রব্য কেনার জন্য টাকা চুরি করতে না পেরে বাবাকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে এবং মাকে শ্বাসরোধে হত্যা চেষ্টার অভিযোগ উঠেছে ছেলে সাইদুল ইসলামের (২৫) বিরুদ্ধে। পরে মায়ের কান থেকে স্বর্ণের দুল ছিঁড়ে নিয়ে পালিয়ে যায় সাইদুল। গতকাল বুধবার সন্ধ্যায় উপজেলার লক্ষ্মীকোল মহল্লায় এই ঘটনা ঘটে।

আহতরা হলেন- লক্ষ্মীকোল মহল্লার মৃত দিরাজ প্রামাণিকের ছেলে ইয়ারুল ইসলাম লালু (৬৫) ও তার স্ত্রী সফুরা বেগম (৫৫)। গুরুতর অবস্থায় লালুকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে এবং সফুরা বেগমকে বড়াইগ্রাম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

চিকিৎসাধীন সফুরা বেগম জানান, তার নেশাগ্রস্থ ছেলে সাইদুল গত ঈদুল আজহায় বাড়ি থেকে দেড় লাখ টাকা চুরি করে পালিয়ে যায়। গতকাল বুধবার বিকালে সে সবার অগোচরে বাড়িতে ঢুকে খাটের নীচে লুকিয়ে থাকে। পরে ঘরে এসে সফুরা তাকে দেখে ফেললে সে তার মাকে গলা টিপে হত্যা করার চেষ্টা করে। একপর্যায়ে সফুরা জ্ঞান হারিয়ে ফেললে সাইদুল তাকে মৃত ভেবে কানের দুল ছিঁড়ে নিয়ে মুরগীর ঘরে লুকিয়ে রেখে বেরিয়ে যায়।

কিছুক্ষণ পর ইয়ারুল ইসলাম টয়লেটে গেলে সাইদুল আবারও ঘরে ঢুকে টাকা-পয়সা খুঁজতে থাকে। তখন তার বাবা তাকে দেখে ফেললে সাইদুল ধারালো দা দিয়ে এলোপাথাড়ি কুপিয়ে জখম করে পালিয়ে যায়। পরে স্বজনরা তাদের দুইজনকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করেন।

বিষয়টি নিশ্চিত করে বড়াইগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গোলাম সারওয়ার হোসেন বলেন, ‘এখন পর্যন্ত কোনো লিখিত অভিযোগ পাইনি। অভিযোগ পেলে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।’