ক্রমেই বড় হচ্ছে ‘গাজা ফ্লোটিলা’

আন্তর্জাতিক ডেস্ক
০৪ সেপ্টেম্বর ২০২৫, ১৮:১৬
শেয়ার :
ক্রমেই বড় হচ্ছে ‘গাজা ফ্লোটিলা’

গাজার অবরোধ ভাঙতে সুইডিশ পরিবেশকর্মী গ্রেটা থানবার্গের নেতৃত্বাধীন সুমুদ ফ্লোটিলা। গত রবিবার ৪৪টি দেশের ৭০টিরও বেশি জাহাজ নিয়ে যাত্রা শুরু করেছে ‘সুমুদ’। ফ্লোটিলার উদ্দেশ্য গাজার অবরুদ্ধ জনগণের কাছে মানবিক সহায়তা, খাদ্য ও ওষুধ পৌঁছে দেওয়া। 

এতে বিভিন্ন আন্তর্জাতিক সংগঠন, মানবাধিকারকর্মী, পরিবেশকর্মী, বিশিষ্ট ব্যক্তি ও বিভিন্ন পেশার মানুষ অংশ নিয়েছেন। আয়োজকরা জানিয়েছেন, ৪ সেপ্টেম্বর তিউনিসিয়া ও ভূমধ্যসাগরীয় অঞ্চল থেকে আরও কয়েক ডজন জাহাজ এই অভিযানে যুক্ত হবে।

যাত্রার শুরুতে স্পেনের বার্সেলোনার বন্দরে হাজারো মানুষ বিদায় জানাতে জড়ো হয়। পরে  জেনোয়া, তিউনিস এবং গ্রিস থেকে যুক্ত হয় আরও জাহাজ। পরিকল্পনা অনুযায়ী, বহরটি তিউনিসিয়া, লিবিয়া ও মিসরের আন্তর্জাতিক জলসীমা অতিক্রম করে সেপ্টেম্বরের মধ্যভাগে গাজায় পৌঁছাবে।

সবশেষ মরিশাস থেকে একাধধিক ত্রাণতরী যুক্ত হয়েছে এই বহরে। জাহাজে যোগ দিয়েছেন, পার্লামেন্ট সদস্য, আইনজীবী, ডাক্তার ও অধিকারকর্মীরা।  আছেন শিক্ষার্থী ও ক্রীড়াঙ্গনের ব্যক্তিত্বরা