আজ থেকে ‘আকা’
অবশেষে প্রতীক্ষার অবসান। আজ থেকে হইচই-তে দেখা যাবে ভিকি জাহেদ পরিচালিত আলোচিত সিরিজ আকা। রহস্য, প্রতিশোধ আর মানবিক সম্পর্কের দোলাচল মিলে নির্মিত এই সোশ্যাল থ্রিলারটি ইতিমধ্যেই দর্শকমহলে বেশ আগ্রহ তৈরি করেছে।
৭ পর্বের সিরিজটির কেন্দ্রীয় চরিত্র আবুল কালাম আজাদ ওরফে আকা—ভূমিকায় রয়েছেন আফরান নিশো।
ছোটবেলার ভয়ঙ্কর এক ঘটনার আঘাত বয়ে বেড়ানো আজাদ নিঃসঙ্গ জীবন কাটালেও তার অদেখা প্রতিভা ছিল সংগীতে। কিন্তু জীবনের মোড়ে এসে ঘটে যায় নৃশংস সব ঘটনা। আশ্চর্যজনকভাবে সামাজিক যোগাযোগমাধ্যম তাকে নায়ক বানিয়ে ফেলে। ধীরে ধীরে স্বীকৃতির মোহে হারিয়ে যেতে থাকে তার নৈতিকতা।
মেঘা চরিত্রে অভিনয় করেছেন মাসুমা রহমান নাবিলা, যেখানে তাকে দেখা যাবে সাহসী ও দৃঢ়চেতা নারীর ভূমিকায়।
আরও পড়ুন:
ওটিটি প্ল্যাটফরম আমার জন্য বেশ লাকি
এছাড়া রয়েছেন আজিজুল হাকিম, জয়ন্ত চট্টোপাধ্যায়, ইমতিয়াজ বর্ষণ, এ.কে. আজাদ সেতু, শাহেদ আলী, সমু চৌধুরী, সমন্তি শৌমী, নিকিতা সাহা প্রমুখ।
ট্রেলার প্রকাশের পর থেকেই আলোচনায় থাকা সিরিজটি নিয়ে পরিচালক ভিকি জাহেদ বলেন— আকা আমার কাছে বিশেষ একটি কাজ। সবসময় নতুন কিছু করতে চাই, আর আকা তারই ফল। এবার দর্শকরা এক ভিন্ন ধরনের থ্রিলার অভিজ্ঞতা পাবেন।
দুই বছর পর ওটিটিতে ফিরলেন আফরান নিশো। বড় পর্দায় টানা দুই সিনেমার সাফল্যের পর তার এ প্রত্যাবর্তনকে ঘিরে দর্শকদের কৌতূহল আরও বেড়েছে।
আরও পড়ুন:
নানাকে নিয়ে পরীর আবেগঘন পোস্ট
নিশো বলেন— আমার কাছে সবসময় গল্পটাই বড় কথা। আকার চরিত্র ও কাহিনি আমাকে গভীরভাবে টেনেছে। ভিকির সঙ্গে আবার কাজ করাও বিশেষ কিছু।
সিরিজটির গল্প ও চিত্রনাট্য লিখেছেন ভিকি জাহেদ নিজেই। সিনেমাটোগ্রাফিতে ছিলেন বিদ্রোহী দিপন, সম্পাদনা ও ব্যাকগ্রাউন্ড স্কোর করেছেন অর্ণব হাসনাত।
এছাড়া মেকআপে জাহাঙ্গীর আলম অপু, কস্টিউমে আল্ভীরা তাসনিম এবং আর্ট ডিরেকশনে ছিলেন মো. রিংকু।
আরও পড়ুন:
‘এভাবে বিয়ে করা নাকি অর্থহীন’
সিরিজে রয়েছে দুটি মৌলিক গান— রক্তের পথ ও উড়ে যাবে দূরে। ঢাকার নানা লোকেশনে শ্যুট হওয়া আকা ন্যায়-অন্যায়, একাকিত্ব, ভালোবাসা ও প্রতিশোধের গল্পকে নতুনভাবে উপস্থাপন করেছে।