পাকিস্তানের প্রদেশে ৮ মাসে ৬০০ সশস্ত্র হামলা
পাকিস্তানের খাইবার পাখতুনখোয়া প্রদেশে চলতি বছর ৬০৫টি সন্ত্রাসী হামলা হয়েছে। চলতি বছর জানুয়ারি থেকে আগস্ট পর্যন্ত এই সংখ্যা রেকর্ড করেছে প্রদেশের পুুলিশ। পাকিস্তানি সংবাদমাধ্যম জিও নিউজের এক প্রতিবেদন থেকে এই তথ্য জানা যায়।
প্রতিবেদনে বলা হয়, এই হামলায় অন্তত ১৩৮ জন বেসামরিক নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও ৩৫২ জন। এ ছাড়া ৭৯ জন পুলিশ নিহত হয়েছেন, আহতের সংখ্যা ১৩০।
শুধুমাত্র আগস্ট মাসেই ১২৯ বার সন্ত্রাসী হামলা হয়েছে খাইবার পাখতুনখোয়া। এতে ১৭ জন বেসামরিক নিহত হয়েছেন, আহত হয়েছেন ৫১। এ ছাড়া এই হামলায় নিহত হয়েছেন ১৩ জন পুলিশ সদস্য, আহত হয়েছেন ৪৬।
আরও পড়ুন:
রোগীর পেটে জীবন্ত মাছি!
আগস্টের ঘটনায় ৩৫১ জন অভিযুক্তের নাম ঘোষণা করা হয়েছে। তাদের মধ্যে ৩২ জনকে গুলি করে হত্যা করা হয়েছে, গ্রেপ্তার হয়েছেন পাঁচজন।
প্রদেশের বান্নু জেলায় সবচেয়ে বেশি সন্ত্রাসী হামলার ঘটনা ঘটেছে।
আরও পড়ুন:
২৫ জিম্মিকে মুক্তি দিল হামাস