ইন্দ্রনীলের সিনেমায় জাহিদ আকবরের নতুন অভিজ্ঞতা
বাংলা গানে গীতিকার জাহিদ আকবরের পথচলা অনেক দিনের। সিনেমা, অ্যালবাম ও একক গানে তার লেখা শব্দ পেয়েছে বিশেষ আবেগ ও মাধুর্য। সমসাময়িক সিনেমার গানের জগতে শ্রোতাদের কাছেও সমানভাবে সমাদৃত তিনি। সর্বশেষ শাকিব খানের ‘দরদ’ সিনেমায় গান লিখেছিলেন এই গীতিকার। এবার এক সিনেমার চার গানে পাওয়া তাকে।
এর আগে, গান লিখলেও এক সিনেমায় ৪টি গান লেখার অভিজ্ঞতা এবারই প্রথম এই গীতিকবির। আর সেটি হয়েছে নির্মাতা সোয়াইবুর রহমান রাসেলের স্বপ্নের সিনেমা ‘নন্দিনী’র মাধ্যমে। এতে অভিনয় করবেন কলকাতার জনপ্রিয় অভিনেতা ইন্দ্রনীল সেনগুপ্ত আর তার বিপরীতে দেখা যাবে বাংলাদেশের নাজিরা মৌ।
জাহিদ আকবর বলেন, ‘সিনেমায় একটার বেশি গান লিখতে ইচ্ছা হয়নি কোনোদিন। কোনো সিনেমায় দু’টি গান লিখেছি। তবে, এককভাবে কোনো সিনেমায় চারটা গান লিখব ভাবিনি। “নন্দিনী” সিনেমার পরিচালক কীভাবে-কীভাবে যেনো আমাকে সিনেমার গল্প বলতেন, দৃশ্যের কথা শোনাতেন। সেই কারণে এককভাবে প্রথম চারটা গান লিখেছি এতে।’
আরও পড়ুন:
ওটিটি প্ল্যাটফরম আমার জন্য বেশ লাকি
‘নন্দিনী’র গানে থাকছে জনপ্রিয় কণ্ঠশিল্পীদের অংশগ্রহণ। ইমরানের সুর-সংগীতে ‘ব্যাকরণ’ শিরোনামে গানটি গেয়েছেন ন্যানসি ও ইমরান এবং ‘মন মেলেছে ডানা’ গেয়েছেন কোনাল। আর কাজী শুভ সুর করেছেন ‘যাও ভেসে যাও’ ও ‘ও লাল মেম’ গানে। এগুলো গেয়েছেন কাজী শুভ, স্বরলিপি ও আসিয়া দোলা।
গান ছাড়াও অভিনয়ে থাকছে দুই বাংলার তারকা সমন্বয়। সোয়াইবুর রহমান রাসেলের নির্মাণে ‘নন্দিনী’ মুক্তি পাচ্ছে আগামী ১২ সেপ্টেম্বর। গান, গল্প আর অভিনয়ের মেলবন্ধনে দর্শকের কাছে সিনেমাটি হয়ে উঠবে এক ভিন্ন অভিজ্ঞতা।
আরও পড়ুন:
নানাকে নিয়ে পরীর আবেগঘন পোস্ট