সিংগাইরে অটোরিকশাকে সিমেন্টবাহী ট্রাকের ধাক্কা, নিহত ২

সিংগাইর প্রতিনিধি
০৪ সেপ্টেম্বর ২০২৫, ১৪:৫৫
শেয়ার :
সিংগাইরে অটোরিকশাকে সিমেন্টবাহী ট্রাকের ধাক্কা, নিহত ২

মানিকগঞ্জ জেলার সিংগাইরে সিমেন্টবাহী ট্রাকের ধাক্কায় অটোরিকশার দুই যাত্রী নিহত হয়েছেন। আহত হয়েছে আরও দুই দুইজন। 

আজ বৃহস্পতিবার সকাল ৭টা ১০ মিনিটের দিকে হেমায়েতপুর-সিংগাইর-মানিকগঞ্জ আঞ্চলিক সড়কের সিংগাইর বাসস্ট্যান্ডের পশ্চিম দিকের এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

দুর্ঘটনায় নিহতরা হলেন দৌলতপুর উপজেলার নিলুয়া গ্রামের আব্দুল মান্নান (২৩)। তিনি পেশায় একজন কাঠের মিস্ত্রী। অপরজন হলেন হরিরামপুর উপজেলার ঝিটকা এলাকার মনির হোসেন (৬০)। 

এছাড়া আহতরা হলেন মানিকগঞ্জ সদরের পৌরসভার দক্ষিণ সেওতা গ্রামের মহসিন (৩২) ও পাবনার সাথিয়া উপজেলার পাটগাড়ি গ্রামের শাহজাহান আলী (৬০)।

সিংগাইর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জেওএম তৌফিক আজম ঘটনাস্থলে উপস্থিত হয়ে জানান, চারজন যাত্রী নিয়ে মানিকগঞ্জ থেকে ছেড়ে আসা একটি সিএনজিচালিত অটোরিকশা সিংগাইর বাসস্ট্যান্ডের পশ্চিম দিকের এলাকায় পৌঁছালে প্রিমিয়ার সিমেন্ট কোম্পানির সিমেন্টবাহী একটি ট্রাক অটোরিকশাটিকে জোরে ধাক্কা দেয়। এতে অটোরিকশায় থাকা দুইযাত্রী ঘটনাস্থলে নিহত হন। এ সময় গুরুতর আহত হন আরও দুইজন। পরে স্থানীয়দের সহায়তায় আহতদের উদ্ধার করে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠানো হয়।

সিংগাইর থানার ওসি আরও জানান, এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে।