পয়সা ছাড়া ‘ফ্যাঁকড়া’

বিনোদন প্রতিবেদক
০৪ সেপ্টেম্বর ২০২৫, ১৪:৪৯
শেয়ার :
পয়সা ছাড়া ‘ফ্যাঁকড়া’

রহস্য, অপরাধ আর প্রতিশোধের গল্পে নির্মিত ওয়েব সিরিজ ‘ফ্যাঁকড়া’। সিরিজটি মুক্তি পায় গেল ৮ মে ওটিটি প্ল্যাটফর্ম বঙ্গতে। দর্শক-সমালোচক মহলে বেশ প্রশংসিতও হয় এটি। ওটিটি মাতিয়ে এবার ‘ফ্যাঁকড়া’ আসছে ইউটিউবে। গতকাল বুধবার সামাজিকমাধ্যমে তথ্যটি জানিয়েছেন নির্মাতা আসিফ চৌধুরী।

তিনি বলেন, ‘রহস্য, অপরাধ আর প্রতিশোধের অজানা খেলা- যেখানে প্রতিটি পদক্ষেপ নিয়ে যায় ভয়ঙ্কর পরিণতির দিকে। যারা সাবস্ক্রিপশন ও পয়সা ছাড়া দেখতে চেয়েছেন তাদের জন্য ফ্যাঁকড়া আসছে আগামী ৫ সেপ্টেম্বর। দেখতে হলে চোখ রাখুন বঙ্গ ইউটিউবে।’

‘ফ্যাঁকড়া’তে অভিনয় করেছেন শ্যামল মাওলা, নিশাত প্রিয়ম, নিদ্রা দে নেহা, পার্থ শেখ, মীর রাব্বি, আব্দুল্লাহ আল সেন্টু, কাজী আবরার, সারাহ আলম, এ কে আজাদ সেতু, হাসনাত রিপনসহ অনেকে। চিত্রনাট্য লিখেছেন নেয়ামত উল্লাহ ও আহাম্মদ সাদ।

গল্পে দেখা যাবে, একদল যুবক তাদের প্রিয়জনকে বাঁচাতে একটি ডাকাতির পরকিল্পনা করে, কিন্তু সেই পরকিল্পনা শেষ হয় এক অপ্রত্যাশিত মৃত্যুর মধ্যদিয়ে। দুর্ঘটনাবশত এক নারী খুন হয়। এরপর ঘটনাপ্রবাহ মোড় নেয় আরও নাটকীয়তায়। এই ঘটনার প্রতিশোধ নিতে মাঠে নামে নিহত নারীর স্বামী, অন্যদিকে পুলিশও নেমে পড়ে তদন্তে। এমনই টানটান উত্তেজনা নিয়ে এগিয়ে যায় সিরিজটি।

৭ পর্বের এই সিরিজটির শুটিং হয়েছে চব্বিশের গণঅভ্যুত্থানের পরপর সময়ে। শুটিং হয় ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে ১৩ দিন।