ষড়যন্ত্র করে লাভ নেই, নির্বাচন হবেই: দুদু

অনলাইন ডেস্ক
০৪ সেপ্টেম্বর ২০২৫, ১৪:৩৯
শেয়ার :
ষড়যন্ত্র করে লাভ নেই, নির্বাচন হবেই: দুদু

নির্বাচন ও বিএনপিকে বাধা দিতে গভীর ষড়যন্ত্র চলছে অভিযোগ করে দলটির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু বলেছেন, ‘ষড়যন্ত্র করে লাভ নেই, নির্বাচন হবেই হবে।’

আজ বৃহস্পতিবার নার্সেস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (ন্যাব) ২২তম প্রতিষ্ঠাবাষির্কী উপলক্ষে জাতীয় প্রেস ক্লাবে আয়োজিত এক আলোচনা সভা ও দোয়া মাহফিলে তিনি এ কথা বলেন।

নির্বাচনকে বাধাগ্রস্ত করতে জাতীয় পার্টি ও গণঅধিকারের মধ্যে সংঘর্ষ এবং নুরের ওপর হমলা চালানো হয়েছে মন্তব্য করে দুদু বলেন, ‘যারা ষড়যন্ত্র করছে তাদের বেশি বাড়া ঠিক হবে না, তাহলে সামনে বিপদ আছে।’

তিনি বলেন, ‘লুটপাট শেখ মুজিবুর রহমানের সময়ও হয়েছিল; তবে শেখ হাসিনা তার বাবাকেও ছাড়িয়ে গেছেন।’

তারেক রহমান যেন দেশ পরিচালনা করতে না পারেন সে জন্য গভীর ষড়যন্ত্র চলছে অভিযোগ করে দুদু বলেন, ‘আগামী দিনগুলোতে ঐক্যবদ্ধ থাকতে হবে; তাছাড়া দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব হারিয়ে যাবে। আমরা ঐক্যবদ্ধ না থাকলে স্বাধীনতা-সার্বভৌমত্ব রক্ষা করা কঠিন হবে।’