কোটচাঁদপুরে বিদ্যুতের তারে জড়িয়ে গরুসহ কৃষকের মৃত্যু

ঝিনাইদহ প্রতিনিধি
০৪ সেপ্টেম্বর ২০২৫, ১৪:৩৬
শেয়ার :
কোটচাঁদপুরে বিদ্যুতের তারে জড়িয়ে গরুসহ কৃষকের মৃত্যু

ঝিনাইদহের কোটচাঁদপুরে ড্রাগন ক্ষেতে শেয়াল প্রবেশ ঠেকাতে দেওয়া বিদ্যুতের তারে জড়িয়ে একটি গরুসহ শাহাদত হোসেন নামের এক কৃষকের মৃত্যু হয়েছে। আহত হয়েছেন ইকতার হোসেন নামের আরও একজন। 

আজ বৃহস্পতিবার সকালে উপজেলার তালসার গ্রামে এ ঘটনা ঘটে। 

জানা যায়, মৃত শাহাদত হোসেন ওই গ্রামের মৃত আমীর আলীর ছেলে।

স্থানীয় পল্লী চিকিৎসক মশিউর রহমান জানান, তালসার গ্রামের একটি ড্রাগন ফলের বাগান রক্ষার জন্য মালিক আজিজুল হক জমির চারপাশে বৈদ্যুতিক তার পেঁচিয়ে রাখেন। বৃহস্পতিবার সকালে শাহাদত হোসেন নিজের জমি চাষ করতে একই গ্রামের চাষি ইকতার হোসেনকে নিয়ে মাঠে যান। জমি চাষের সময় বিদ্যুতের তার গরুর পায়ে পেঁচিয়ে গেলে গরুটি পড়ে যায়। সে সময় শাহাদত ও কৃষক ইকতার গরুটি তুলতে গেলে তারা বিদ্যুতায়িত হন। এতে ঘটনাস্থলেই শাহাদত হোসেন এবং ওই গরু মারা যায়। আহত হয় ইকতার। সেখান থেকে তাকে উদ্ধার করে কোটচাঁদপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

কোটচাঁদপুর মডেল থানা ওসি কবির হোসেন মাতুব্বর মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে বলেন, ‘ড্রাগন বাগানের মালিক আজিজুল হক পলাতক রয়েছেন। তাকে আটকের চেষ্টা চলছে।’