দুর্নীতির অভিযোগ থেকে মুক্তি পেলেন পেরুর সাবেক প্রেসিডেন্ট

আন্তর্জাতিক ডেস্ক
০৪ সেপ্টেম্বর ২০২৫, ১৪:০১
শেয়ার :
দুর্নীতির অভিযোগ থেকে মুক্তি পেলেন পেরুর সাবেক প্রেসিডেন্ট

পেরুর দুই সাবেক প্রেসিডেন্ট তাদের মুখোমুখি দুর্নীতির মামলায় ভিন্ন ফলের মুখোমুখি হচ্ছেন। পেরুর একটি আপিল আদালত গতকাল বুধবার সাবেক প্রেসিডেন্ট মার্টিন ভিজকারাকে মুক্তির নির্দেশ দিয়েছে। তিনি দুর্নীতির অভিযোগে আটক ছিলেন।  

ভিজকারার বিরুদ্ধে ১১ বছর আগে দক্ষিণ পেরুর মোকেগুয়া অঞ্চলের গভর্নর থাকাকালীন গণপূর্তের চুক্তির বিনিময়ে ২৩ লাখ সোল ঘুষ নেওয়ার অভিযোগ আনা হয়, বাংলাদেশি মুদ্রায় যা সাড়ে ৬ কোটি টাকারও বেশি।  তবে তিনি নির্দোষ প্রমাণিত হয়েছেন।

৬২ বছর বয়সী এই ব্যক্তিকে যে কারাগারে রাখা হয়, সেখানে সাবেক প্রেসিডেন্ট আলেজান্দ্রো টোলেডো, ওলান্টা হুমালা ও পেদ্রো কাস্টিলোকেও বন্দি রাখা হয়।

ব্রাজিলের নির্মাণ জায়ান্ট ওডেব্রেখেটের কাছ থেকে ঘুষ নেওয়ার সঙ্গে জড়িত অর্থ পাচারের মামলায় বুধবার সাবেক প্রেসিডেন্ট টলেডোকে ১৩ বছরের কারাদণ্ড দেওয়া হয়েছে।

৭৯ বছর বয়সী এই ব্যক্তি ২০০১ থেকে ২০০৬ সাল পর্যন্ত পেরু শাসন করেন এবং শুনানিতে ভার্চুয়ালি উপস্থিত ছিলেন।

রায় শোনার পর তিনি আদালতকে বলেন, ‘আমি (বিচারিক) ব্যবস্থায় গভীরভাবে হতাশ।’ তিনি রায়ের বিরুদ্ধে আপিল করার প্রতিশ্রুতি ব্যক্ত করেন।

প্রসিকিউটররা জানান, টোলেডো ওডেব্রেখ্ট থেকে আনুমানিক ৩৫ মিলিয়ন ডলার ঘুষ পেয়েছেন এবং তা রিয়েল এস্টেট কিনতে ব্যবহার করেছেন বলে তারা অনুমান করছেন।