ধর্ষণের শিকার কিশোরীকে ধর্ষকের বাসায় পাঠাল সরকারি কর্মকর্তা
ধর্ষণের শিকার কিশোরীকে আবার ধর্ষকের বাসাতেই পাঠাল শিশু সুরক্ষা কমিটির (সিডব্লিউসি) কর্মকর্তা। সেই বাড়িতে গিয়ে আবারও যৌন নিগৃহের শিকার হয়েছে মেয়েটি। ভারতের মধ্য প্রদেশের পান্না জেলায় ঘটেছে এই ঘটনা।
ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির প্রতিবেদনে বলা হয়, স্থানীয় ওই কর্মকর্তা জোর করেই মেয়েটিকে অভিযুক্তের বাসায় পাঠায়। এই ঘটনায় সিডব্লিউসি চেয়ারম্যানসহ ১০ জনের বিরুদ্ধে অভিযোগ দায়ের করেছে পুলিশ।
পুলিশ জানায়, চলতি বছর ১৬ জানুয়ারি কিশোরীটি স্কুল থেকে হারিয়ে যায়। এরপর ১৭ ফেব্রুয়ারি অভিযুক্তের বাড়ি থেকে উদ্ধার করা হয় তাকে। পোকসো মামলায় অভিযুক্তকে গ্রেপ্তার করা হয়।
আরও পড়ুন:
রোগীর পেটে জীবন্ত মাছি!
এরপর পান্না জেলোর সিডব্লিউসিতে মানসিক সহায়তা ও পুনর্বাসনের জন্য পাঠানো হয় মেয়েটিকে। সেখান থেকে কমিটি বরং অভিযুক্তের ভাবীর বাসায় পাঠায় ধর্ষণের শিকার কিশোরীকে। জেল থেকে ছাড়া পাওয়ার পর সেখানে গিয়ে আবারও তাকে ধর্ষণ করে অভিযুক্ত যুবক।
বিষয়টি গণমাধ্যমে আসার পর সোশ্যাল মিডিয়ায় ঝড় তোলে। আবারও গ্রেপ্তার করা হয় ধর্ষককে।
আরও পড়ুন:
২৫ জিম্মিকে মুক্তি দিল হামাস