তারাগঞ্জে ছাদ কেটে স্বর্ণের দোকানে চুরি

তারাগঞ্জ (রংপুর) প্রতিনিধি
০৪ সেপ্টেম্বর ২০২৫, ১২:৪৭
শেয়ার :
তারাগঞ্জে ছাদ কেটে স্বর্ণের দোকানে চুরি

রংপুরের তারাগঞ্জ উপজেলায় রাতের আঁধারে ছাদ কেটে এক স্বর্ণের দোকান চুরির ঘটনা ঘটেছে। 

গতকাল বুধবার দিবাগত রাতে তারাগঞ্জ সোনালী ব্যাংক সংলগ্ন বাজার রোডে রাধা জুয়েলার্স নামক দোকানে নগদ টাকা ও স্বর্ণলঙ্কার চুরি করে নিয়ে যায় চোর চক্রের সদস্যরা। 

রাধা জুয়েলার্সের মালিক গৌতম কর্মকার বলেন, ‘অন্যান্য দিনের মতো সেদিন রাতেও আমি দোকান বন্ধ করে বাড়িতে চলে যাই। পরের দিন সকালবেলায় দোকানের শাটার খুলে দেখি দোকানের ছাদ কাটা ও দোকান এলোমেলো। পরে দেখি আমার পাশের দোকান ঘরের টিন কেটে প্রবেশ করে আমার দোকান ঘরের ছাদ কেটে আমার দোকানে আসে। আমার দোকান থেকে চোরেরা নগদ টাকা ও স্বর্ণলঙ্কারসহ মোট দেড় লক্ষ টাকা নিয়ে গেছে।’

ওই জুয়েলার্সের পাশের দোকান শাপলা ষ্টুডিওর মালিক বকুল মিয়া বলেন, ‘প্রায় ২ বছর আগেও এই দোকান চুরি হয়েছিল। সে সময় এই দোকান থেকে প্রায় ৫ লক্ষ টাকার জিনিসপত্র নিয়ে গিয়েছিল চোরেরা।’

তারাগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এম এ ফারুক বলেন, ‘দোকান চুরির বিষয়টি এখন পর্যন্ত আমি শুনিনি। খোঁজ নিয়ে চুরির বিষয়টি দেখব।’