নতুন পরিচয়ে সাদিয়া আয়মান
সাদিয়া আয়মান
নাটকের পাশাপাশি সিনেমাতেও কাজ করেছেন জনপ্রিয় অভিনেত্রী সাদিয়া আয়মান। তাকে পাওয়া গেছে ওটিটি দুনিয়াতেও। এসবের বাইরে এবার তিনি হাজির হচ্ছেন নতুন পরিচয়ে। সম্প্রতি অভিনেত্রী নাম লেখিয়েছেন উপস্থাপনায়।
গতকাল বুধবার সামাজিক মাধ্যম ফেসবুকে এক পোস্টে একগুচ্ছ ছবি প্রকাশ করে সুখবরটি জানান সাদিয়া। ক্যাপশন দিয়েছেন, ‘ব্রিটিশ কাউন্সিলের জন্য “কানেকশন আনলকড” শিরোনামে একটি পডকাস্টে সঞ্চালক হওয়ার সুযোগ পেয়ে আমি ভীষণ আনন্দিত ও সম্মানিত বোধ করছি।’
যোগ করে আরও বলেন, ‘এই শোয়ের দুই পর্বে আমি স্বাগত জানিয়েছি চারজন অসাধারণ অতিথিকে। যাদের প্রত্যেকেই নিজ নিজ ক্ষেত্রে ভীষণ জনপ্রিয় ও প্রতিষ্ঠিত ব্যক্তিত্ব।’
আরও পড়ুন:
ওটিটি প্ল্যাটফরম আমার জন্য বেশ লাকি
সাদিয়া বলেন, ‘আমি সবসময় নতুন কিছু শিখতে আগ্রহী এবং এমন চ্যালেঞ্জ নিতে ভালোবাসি, যা আমাকে ব্যক্তিগত ও পেশাগতভাবে আরও এক ধাপ এগিয়ে নিয়ে যায়।’
আরও পড়ুন:
নানাকে নিয়ে পরীর আবেগঘন পোস্ট
সবশেষ অভিনেত্রীর ভাষ্য, ‘আমাকে এই শোয়ের সঞ্চালক হিসেবে নির্বাচন করার জন্য এবং পুরো যাত্রায় সহযোগিতার জন্য ব্রিটিশ কাউন্সিল ও সম্পূর্ণ টিমকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাই।’
বলা দরকার, সাদিয়া আয়মানকে সর্বশেষ দেখা গেছে গত ঈদুল আজহায় মুক্তিপ্রাপ্ত ‘উৎসব’ সিনেমায়। এটি পরিচালনা করেছেন তানিম নূর। এছাড়াও ওটিটিতে এই অভিনেত্রীর সর্বশেষ কাজ ‘বোহেমিয়ান ঘোড়া’। নির্মাণ করেছেন অমিতাভ রেজা চৌধুরী।
আরও পড়ুন:
‘এভাবে বিয়ে করা নাকি অর্থহীন’