রাজবাড়ীর শীর্ষ সন্ত্রাসী আজিম গ্রেপ্তার

রাজবাড়ী প্রতিনিধি
০৪ সেপ্টেম্বর ২০২৫, ১২:১৮
শেয়ার :
রাজবাড়ীর শীর্ষ সন্ত্রাসী আজিম গ্রেপ্তার

রাজবাড়ী জেলা গোয়েন্দা শাখার অভিযানে শীর্ষ সন্ত্রাসী মো. আজিম মোল্লাকে (৪২) গ্রেপ্তার করেছে। তিনি রাজবাড়ী জেলা শহরের পৌরসভার ৯নং ওয়ার্ডের নতুনপাড়া বিনোদপুরের মৃত আকবর আলী মোল্লার ছেলে। 

গতকাল বুধবার বিকেল ৪টার সময় রাজবাড়ী সদর থানার নিউ কলোনী এলাকায় অভিযান পরিচালনা করে তাকে গ্রেপ্তার করা হয়।

রাজবাড়ী জেলা গোয়েন্দা শাখার অফিসার ইনচার্জ মো. মফিজুল ইসলাম বলেন, ‘জেলা গোয়েন্দা শাখার এসআই মো. ওহিদুল হাসান, এসআই আতাউর রহমান সঙ্গীয় অফিসার ও ফোর্সসহ রাজবাড়ী সদর থানার নিউ কলোনী এলাকায় অভিযান পরিচালনা করেন। অভিযানে গ্রেপ্তারকৃত রাজবাড়ী সদর থানার একটি মামলার এজাহারনামীয় আসামি মো. আজিম মোল্লার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। এই আসামির বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে। তিনি শীর্ষ সন্ত্রাসী। তাকে আজ বৃহস্পতিবার রাজবাড়ী আদালতে সোপর্দ করা হবে।’