পুতিনকে পরোক্ষ হুমকি ট্রাম্পের
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইউক্রেন যুদ্ধ নিয়ে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনকে পরোক্ষ হুমকি দিয়েছেন। তিনি সতর্ক করেছেন যে, মস্কোর পরবর্তী পদক্ষেপে যদি তার প্রশাসন সন্তুষ্ট না হয় তবে অজানা পরিণতি বয়ে আনবে।
বুধবার হোয়াইট হাউসে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে ট্রাম্প বলেন, তিনি আগামী কয়েক দিনের মধ্যে পুতিনের সঙ্গে কথা বলবেন।
যদিও রুশ প্রেসিডেন্ট ইতিমধ্যেই ট্রাম্প প্রশাসনের যুদ্ধসংক্রান্ত অবস্থান সম্পর্কে অবগত রয়েছেন।
আরও পড়ুন:
রোগীর পেটে জীবন্ত মাছি!
ট্রাম্প বলেন, ‘পুতিনকে আমার কোনো বার্তা দেওয়ার নেই। তিনি জানেন আমি কোথায় দাঁড়িয়ে আছি। তিনি যেকোনোভাবে সিদ্ধান্ত নেবেনই।’
তিনি আরও বলেন, ‘তার যে সিদ্ধান্তই হোক, আমরা হয় খুশি হব, নয়তো অসন্তুষ্ট হব। আর যদি অসন্তুষ্ট হই, তখন আপনারা কিছু একটা ঘটতে দেখবেন।’
আরও পড়ুন:
২৫ জিম্মিকে মুক্তি দিল হামাস
ট্রাম্পের এই মন্তব্য আসে পুতিনের বক্তব্যের পর। পুতিন আগেই বলেছিলেন, তিনি ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির সঙ্গে মস্কোয় বৈঠকে বসতে প্রস্তুত, যখন মার্কিন প্রেসিডেন্ট যুদ্ধ শেষ করতে একটি চুক্তির জন্য চাপ দিচ্ছিলেন।
পুতিন বলেন, ‘ডোনাল্ড ট্রাম্প আমাকে এমন বৈঠকের অনুরোধ করেছিলেন। আমি বলেছি- হ্যাঁ, সম্ভব। জেলেনস্কি মস্কোয় আসুক।’
আরও পড়ুন:
২৫ জিম্মিকে মুক্তি দিল হামাস
তিনি আরও যোগ করেন, ‘আমি কখনোই এমন বৈঠকের সম্ভাবনা নাকচ করিনি। তবে প্রশ্ন হলো-এর কোনো মানে হবে কি না। দেখা যাক।’