নেতানিয়াহুর বাড়ির সামনে আগুন জ্বালিয়ে বিক্ষোভ
ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর গাজা দখল পরিকল্পনার বিরুদ্ধে দখলকৃত জেরুজালেমে ব্যাপক বিক্ষোভ করেছে দেশটির নাগরিকরা। এ সময় প্রধানমন্ত্রী নেতানিয়াহুর বাড়ির দিকে মিছিল নিয়ে যান বিক্ষুব্ধরা। তার বাড়ির সামনেই আগুন জ্বালিয়ে বিক্ষোভ করেন তারা। সেই সঙ্গে জ্বালিয়ে দেন একটি গাড়ি।
গতকাল বুধবার ইসরায়েলি গণমাধ্যম টাইমস অব ইসরায়েল এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।
ছবি: টাইমস অব ইসরায়েল
আরও পড়ুন:
রোগীর পেটে জীবন্ত মাছি!
বিক্ষোভের সময় পুলিশের সঙ্গে ব্যাপক সহিংসতার ঘটনা ঘটে। নেসেট ভবনের সামনে জড়ো হয়ে প্রতিবাদ জানান অনেকেই। এছাড়া কিছুক্ষণের জন্য রেললাইনও অবরোধ করে রাখেন অন্য আরেকটি বিক্ষোভকারী দল। এ সময় তাদের বিরুদ্ধে জল কামান ব্যবহার করে ইসরায়েলি পুলিশ। টেনেহিঁচড়ে সরিয়ে দেয় তারা অবরোধকারীদের।
এদিকে বিক্ষোভকারীদের অভিযোগ, ঝুঁকির মুখে রয়েছে হামাসের হাতে জিম্মি বন্দীদের জীবন। এছাড়া চুক্তি না করে রাজনৈতিক উদ্দেশ্যে যুদ্ধ দীর্ঘায়িত করছেন নেতানিয়াহু— এমন অভিযোগও করেন বিক্ষোভকারীরা।
আরও পড়ুন:
২৫ জিম্মিকে মুক্তি দিল হামাস
ছবি: টাইমস অব ইসরায়েল
উল্লেখ্য, ইসরায়েলি প্রধানমন্ত্রীর গাজা দখল অভিযান জোরদারের পরিকল্পনার বিরুদ্ধে ক্ষোভ বেড়েই চলেছে দেশটিতে। বর্তমানে গাজায় হামাসের কাছে ৪৮ ইসরায়েলির জিম্মিদশায় থাকার খবর আছে বলে জানিয়েছে আন্তর্জাতিক গণমাধ্যমগুলো। এর মধ্যে ২০ জন বেঁচে আছেন বলে ধারণা করা হচ্ছে।