ব্যবসায়ীকে মারধর করে মোটরসাইকেল-টাকা লুট

চকরিয়া (কক্সবাজার) প্রতিনিধি
০৪ সেপ্টেম্বর ২০২৫, ০৮:৪৬
শেয়ার :
ব্যবসায়ীকে মারধর করে মোটরসাইকেল-টাকা লুট

পার্বত্য জেলা বান্দরবানের লামা -চকরিয়ার ইয়াংছা সড়কে লক্ষণ মোহন্ত (৫৮) নামের এক ব্যবসায়ীকে মারধর করে মোটরসাইকেল, নগদ টাকা ও মোবাইল ছিনিয়ে নিয়ে গেছে মুখোশ পরিহিত একদল ডাকাত। 

গতকাল বুধবার রাত ৯টার দিকে চকরিয়া উপজেলার সুরাজপুর- মানিকপুর ইউনিয়নের নিভৃত নিসর্গ এলাকার অদূরে সেগুনবাগান এলাকায় এই ঘটনা ঘটে। 

জানা গেছে, ডাকাতির কবলে পড়া লক্ষণ মোহন্ত চকরিয়া পৌরসভার ৪নং ওয়ার্ডের চিরিংগা হিন্দু পাড়ার বাসিন্দা। তিনি লামার ইয়াংছা বাজারে মেডিসিনের ব্যবসা করেন।

লক্ষণ মোহন্ত বলেন, ‘বুধবার রাত ৯টার দিকে দোকান বন্ধ করে মোটরসাইকেলে করে ইয়াংছা বাজার থেকে সুরাজপুর হয়ে চকরিয়াস্থ বাড়িতে ফিরছিলাম। পথিমধ্যে সুরাজপুরের নিভৃত নিসর্গ এলাকার একটু অদূরে সেগুনবাগান এলাকায় পৌঁছালে কয়েকজন মুখোশ পরিহিত ডাকাত আমার গতিরোধ করে দেশীয় অস্ত্র দিয়ে মারধর শুরু করেন। একপর্যায়ে তারা আমার মোটরসাইকেল, মোবাইল ও নগদ টাকা ছিনিয়ে নিয়ে যায়।’

তিনি বলেন, ‘এ সময় আমি অনেক কষ্ট করে হেঁটে হেঁটে আবারও ইয়াংছা বাজারে গিয়ে পুলিশ ফাঁড়ি ও সেনাক্যাম্পে অবহিত করি। পরে স্থানীয়দের সহায়তায় চকরিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা নিই। 

বিষয়টি চকরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তৌহিদুল আনোয়ারকে জানালে তিনি বলেন, এখনও কেউ লিখিত অভিযোগ করেনি। ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। এই ঘটনায় ভুক্তভোগীর পক্ষ থেকে লিখিত অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।