ইতিহাস গড়লেন দীপিকা

বিনোদন সময় ডেস্ক
০৪ সেপ্টেম্বর ২০২৫, ০০:০০
শেয়ার :
ইতিহাস গড়লেন দীপিকা

বলিউডের গ্লোবাল আইকন হিসেবে ইতিহাস গড়লেন দীপিকা পাড়ুকোন। লুই ভ্যুটনের (এলভিএএইচ প্রাইজ ২০২৫) জুরি সদস্য হিসেবে তার নাম ঘোষণা করা হয়েছে। তিনিই প্রথম ভারতীয় ব্যক্তি, যিনি এই পুরস্কারের জুরি সদস্য হলেন। মঙ্গলবার এলভিএএইচ প্রাইজের ইনস্টাগ্রাম পেজে দীপিকার নাম ঘোষণা করা হয়। সেখানে বলা হয়, ‘আমরা আনন্দের সঙ্গে জানাচ্ছি, দীপিকা পাড়ুকোন চলতি বছরের এলভিএএইচ প্রাইজের ফাইনাল রাউন্ডে জুরি সদস্য হিসেবে দায়িত্ব পালন করবেন। তার মনোমুগ্ধকর অভিনয় এবং আন্তর্জাতিক অঙ্গনে প্রভাবশালী উপস্থিতি দর্শকদের অনুপ্রাণিত করে চলেছে।’

ঘোষণার আগেই দীপিকাকে মুম্বাই বিমানবন্দরে দেখা গিয়েছিল। লাল রঙের ওভারসাইজড নিট সোয়েটার, ডেনিম এবং ট্যান বুটে তিনি ধরা দেন ক্যামেরায়। এবার পরিষ্কার হলো- প্যারিসে তার সফর এই লুই ভ্যুটন ইভেন্টের সঙ্গেই জড়িত। ফ্যাশন নেটওয়ার্ক জানায়, এবার জুরিতে থাকছেন মোট ১২ জন ফ্যাশন-জগতের কিংবদন্তি। তাদের মধ্যে রয়েছেন- সারা বার্টন, জোনাথন অ্যান্ডারসন, নিকোলা ঘেসকিয়ের, মার্ক জ্যাকবস, কেনজোর নিগো, ফিবি ফিলো, স্টেলা ম্যাককার্টনি, সিলভিয়া ভেনচুরি ফেন্ডি ও ফ্যারেল উইলিয়ামস।