মা হয়েছেন অভিনেত্রী গওহর

বিনোদন ডেস্ক
০৩ সেপ্টেম্বর ২০২৫, ২০:১৪
শেয়ার :
মা হয়েছেন অভিনেত্রী গওহর
ছবি : সংগৃহীত

চলতি বছরের এপ্রিলে সুখবর দেন ভারতের জনপ্রিয় মডেল ও অভিনেত্রী গওহর খান। জানান শিগগিরই মা হতে চলেছেন। তার ভক্তরাও অপেক্ষায় ছিলেন কবে আসবে সেই খুশির সংবাদ। সেই অপেক্ষার অবসান ঘটিয়ে দ্বিতীয়বারের মতো মা হলেন তিনি। গত সোমবার সন্তান জন্ম দিয়েছেন অভিনেত্রী। এর আগে ২০২৩ সালে প্রথমবার মা হন তিনি।

ভারতীয় একাধিক গণমাধ্যমে প্রকাশিত প্রতিবেদন থেকে জানা যায়, পুত্র সন্তান জন্ম দিয়েছেন গওহর। সামাজিক যোগাযোগমাধ্যমে খবরটি নিজেই জানিয়েছেন অভিনেত্রী। সিংহ - সিংহী ও তাদের শাবকদের ছবি দিয়ে দ্বিতীয় সন্তান আগমনের কথা ঘোষণা করেন। তিনি লেখেন, ‘‘অত্যন্ত আন্দের সঙ্গে জানচ্ছি, আমাদের জ়েহানের রাজত্বের নতুন সদস্য হলো ওর ভাই।’’

বিয়ের পর থেকেই অভিনয়ে অনিয়মিত গওহর। প্রথম সন্তান ছেলে সদ্য হাঁটতে, কথা বলতে শিখেছে। ‘সি-সেকশনে’র মাধ্যমে জন্ম হয়েছিল তার।

প্রসঙ্গত, স্বামী জায়েদ দরবারের সঙ্গে খুনসুঁটিতে ভরা রোম্যান্টিক ভিডিও পোস্ট করে দিয়েছিলেন দ্বিতীয় সন্তান আগমনের খবর। যেখানে জসসি জে-র ‘প্রাইজ ট্যাগ’ গানে নাচতে দেখা যায় দুজনকে। ক্যাপশনে লিখেছিলেন, ‘বিসমিল্লাহ! আপনাদের সকলের ভালোবাসা আর আশীর্বাদ কাম্য। আমাদের দ্বিতীয় সন্তান আসছে।’