লোকজনের আমার প্রতি সন্দেহ ছিল: শাকিব খান
ফেসবুকের ‘দেন অ্যান্ড নাউ’ ট্রেন্ডে গা ভাসলেন ঢাকাই সিনেমার সুপারস্টার শাকিব খান। আজ থেকে ১১ বছর আগের ‘লাভ আজকাল’ সিনেমার লুক ও সাম্প্রতিক একটি লুক নিজের ফেসবুকে প্রকাশ করেছেন তিনি। যেখানে তিনি স্মৃতিচারণ করেছেন তার ক্যারিয়ারের উত্থান-পতন।
আজ বুধবার ফেসবুকে স্টোরিতে দুটি লুকের ছবি পোস্ট করে শাকিব লিখেছেন, ‘গত ১১ বছরে শেখা, উত্থান-পতনের প্রতিটি অধ্যায় আমাকে শক্তিশালী করেছে।’
বলা দরকার, চলতি বছর ২৮ মে ক্যারিয়ারের ২৬ বছর পূর্ণ করেছেন শাকিব। তার এই পথচলা সহজ ছিল না। নানা উত্থান-পতনের সাক্ষী হয়েছেন তিনি।
আরও পড়ুন:
ওটিটি প্ল্যাটফরম আমার জন্য বেশ লাকি
সেই প্রসঙ্গে অভিনেতা বলেন, ‘প্রতিটি ব্যর্থতা আমাকে ধৈর্য ধরতে শিখিয়েছে। প্রতিটি পতন আমার দৃঢ়তাকে রূপ দিয়েছে। প্রতিটি জয় আমাকে মাটির কাছাকাছি থাকতে মনে করিয়ে দিয়েছে।’
নায়ক আরও বলেন, ‘আমি নিশ্চিত ছিলাম না যে কোথায় যাচ্ছি, কিন্তু আমি কখনও হাঁটা থামাইনি। সময় আমাকে পরীক্ষা করেছে। লোকজন আমাকে সন্দেহ করেছিল। কিন্তু আমি বিকশিত হওয়াকে বেছে নিয়েছি। যাত্রাটি নিখুঁত ছিল না, এটি ছিল শক্তিশালী।’
আরও পড়ুন:
নানাকে নিয়ে পরীর আবেগঘন পোস্ট
সবশেষ নায়ক বলেন, ‘আমি এখনও গল্পটি লিখে চলেছি… একের পর এক অধ্যায়।’