সাকিবের যে রেকর্ডে ভাগ বসালেন নবী

স্পোর্টস ডেস্ক
০৩ সেপ্টেম্বর ২০২৫, ১৬:৪৯
শেয়ার :
সাকিবের যে রেকর্ডে ভাগ বসালেন নবী

মোহাম্মদ নবী, বয়স যার এখন প্রায় ৪১। এখনও আফগান ক্রিকেটের এক উজ্জ্বল নক্ষত্র হিসেবে দারুণ পারফরম্যান্স দেখাচ্ছেন। বয়সের সীমা পেরিয়েও তিনি নিজের প্রতিভায় নতুন নতুন রেকর্ড গড়ে চলেছেন, যা আফগান ক্রিকেটের জন্য গর্বের বিষয়।

শারজাহতে চলমান ত্রিদেশীয় সিরিজের পাকিস্তান ম্যাচে নবী ২০ রানে ২ উইকেট নিয়ে দলের জয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন। এই পারফরম্যান্সের মধ্য দিয়ে আন্তর্জাতিক টি-টোয়েন্টি ক্রিকেটে ১০০ উইকেটের মাইলফলক স্পর্শ করেন তিনি। আফগানিস্তানের দ্বিতীয় ক্রিকেটার হিসেবে এই কীর্তি গড়েছেন নবী।

এই মাইলফলকে পৌঁছানো প্রথম আফগান ক্রিকেটার হলেন লেগ স্পিন মাস্টার রশিদ খান, যিনি বর্তমানে ১৬৭ উইকেট নিয়ে আন্তর্জাতিক টি-টোয়েন্টির সর্বোচ্চ উইকেট সংগ্রাহক। তবে নবী রান সংগ্রহের দিক থেকে রশিদের থেকে এগিয়ে আছেন।

নবীর নাম আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে ২ হাজারের বেশি রান সংগ্রাহকের তালিকায় রয়েছে। যেখানে তার রান সংখ্যা ২২৪৬। এই সফলতার মাধ্যমে নবী দ্বিতীয় ক্রিকেটার হিসেবে টি-টোয়েন্টি আন্তর্জাতিক ক্রিকেটে ১০০ উইকেট ও ২০০০ রান পূরণ করেছেন। এই নজিরের প্রথম কৃতিত্ব বাংলাদেশের সাকিব আল হাসানের দখলে, যিনি এই কীর্তি ২০২২ সালে গড়েছিলেন।

যদিও সাকিব টি-টোয়েন্টি থেকে অবসর নিয়েছেন, তার রানের পরিমাণ ও উইকেট সংখ্যা এখনও নবীর চেয়ে অনেক বেশি। সাকিবের টি-টোয়েন্টি ক্যারিয়ারে রান ২৫৫১ এবং উইকেট ১৪৯টি। স্বীকৃত টি-টোয়েন্টি ক্রিকেটেও সাকিবের উইকেট নবীর চেয়ে অনেকটাই এগিয়ে, যথাক্রমে ৫০৩ ও ৩৮৭ উইকেট।

সাকিবের একটি অনন্য কৃতিত্ব হলো টি-টোয়েন্টি ইতিহাসে পঞ্চম বোলার হিসেবে ৫০০ উইকেট স্পর্শ করা। তাছাড়া, তিনি একমাত্র ক্রিকেটার যিনি এই সংস্করণে ৭ হাজার রান এবং ৫০০ উইকেটের ডাবল অর্জন করেছেন। যদি উইকেটের সংখ্যা কমিয়ে ৫০০ এবং রান ৫ হাজার ধরে নেওয়া হয়, তাহলে দ্বিতীয় অবস্থান পেয়ে থাকেন। স্বীকৃত টি-টোয়েন্টিতে এই ডাবলে সাকিব ছাড়া অন্যজন হলে ওয়েস্ট ইন্ডিজের ডোয়াইন ব্রাভো।

আফগান অলরাউন্ডার নবীর রান এখনো ৬৪০৫ ছাড়িয়েছে। এমন ধারাবাহিকতা বজায় থাকলে তিনি আরও অনেক বড় কীর্তি গড়ে যাবেন, এতে কোনো সন্দেহ নেই।