স্ক্রিনশট ফাঁস করলেন পিয়া জান্নাতুল
তারকাদের অসংখ্য ভক্ত-অনুরাগী থাকে। যারা রীতিমত প্রিয় শিল্পীকে অনুসরণ করেন। আর প্রায়ই খবরের শিরোনাম হয়ে থাকে ভক্তদের পাগলামি’র কথাও। মাঝে মধ্যে ভক্ত-অনুরাগীদের আচরণে আবার ক্ষুব্ধও হন শিল্পীরাও। সম্প্রতি মডেল-অভিনেত্রী পিয়া জান্নাতুলের বেলায়ও তেমনই এক ঘটনা ঘটেছে। যা তিনি শেয়ার করেছেন ফেসবুকে।
অভিনেত্রীকে একজন ইনবক্সে প্রেম নিবেদন করেছেন। চেয়েছেন তার ফোন নম্বরও। সেই মেসেজের স্ক্রিনশট ভক্তদের সঙ্গে শেয়ার করলেন পিয়া।
পিয়া জান্নাতুলের শেয়ার করা স্ক্রিনশটের মেসেজে দেখা যাচ্ছে, এক ব্যক্তি তাকে একের পর এক মেসেজ করেছেন।
মেসেজে তিনি বলেছেন, তিনি অভিনেত্রীর অনেক বড় ভক্ত। যদিও সেই ব্যক্তির নাম প্রকাশ করেননি পিয়া। তার লেখা মেসেজগুলো ছিল এমন- ‘আমি কোনো বেঈমান অথবা বাজে ছেলে নই। আমি দীর্ঘদিন থেকে আপনার প্রতি খুব বেশি সীমাহীনভাবে দুর্বল এবং আপনার এক অন্ধভক্ত প্রেমিক বন্ধু। আমাকে ফিরিয়ে দেবেন না।’
আরও পড়ুন:
ওটিটি প্ল্যাটফরম আমার জন্য বেশ লাকি
সেই লোকটি আরো লিখেছেন, ‘আমার কলিজা থেকে বলছি, চিরদিনের জন্য আপনাকে আমার পার্সোনাল বন্ধু, একান্ত আপনজন ভাবছি। শুধু আপনার আর আমার মধ্যে ব্যক্তিগত ঘনিষ্ঠ সম্পর্ক তৈরি করতে চাই। আপনি-আমি ছাড়া আমাদের গভীর প্রেমের বন্ধুত্বপূর্ণ সম্পর্ক পৃথিবীর কেউ জানবে না। আল্লাহর কসম।’
এরপর তিনি লিখেছেন, ‘প্রতিটি মুহূর্ত আপনার দিকে তাকিয়ে আছি, আশা করি বিশ্বাস করবেন। দয়া করে আপনার ফোন নাম্বার WhatsApp নাম্বার দিন প্লিজ।’
এসব মেসেজের বিপরীতে অভিনেত্রী কোনো রিপ্লাই করেননি।
আরও পড়ুন:
নানাকে নিয়ে পরীর আবেগঘন পোস্ট
মজা করে শেষ মেসেজটার পর পিয়া জান্নাতুল একটি নম্বর পাঠান লোকটিকে। যা ছিল গুলশান থানার নম্বর।
অভিনেত্রীর এমন চতুরতায় বেশ খুশি ভক্ত-অনুরাগীরাও। বিষয়টি অনেকেই হাস্যরস হিসেবে বেশ উপভোগও করেছেন।