‘আগামী নির্বাচনকে বানচাল করার হীন প্রচেষ্টা চালানো হচ্ছে’

নোয়াখালী প্রতিনিধি
০৩ সেপ্টেম্বর ২০২৫, ১৫:০৮
শেয়ার :
‘আগামী নির্বাচনকে বানচাল করার হীন প্রচেষ্টা চালানো হচ্ছে’

বিএনপি চেয়ারপারসন উপদেষ্টা জয়নুল আবেদিন ফারুক বলেন, ‘আগামী নির্বাচনকে বানচাল করার হীন প্রচেষ্টা চালানো হচ্ছে। যারা একাত্তরে ভুল করেছে, যারা নতুন জন্ম নিয়েছে তারা নাকি বাংলাদেশের পিআর চালু করবে। জনগণ বুঝে সরাসরি ভোট, যার অর্থ হচ্ছে আমার ভোট আমি দিব। কবর থেকে উঠা ওই মোর্শেদের ভোট বাংলাদেশে আর হবে না।’

আজ বুধবার দুপুরে নোয়াখালী সেনবাগ উপজেলায় বিএনপি আয়োজিত বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে এক সভায় এসব কথা বলেন তিনি।

তিনি বলেন, ‘সেদিন শেখ হাসিনা সংসদে বলেছেন রাজাকার বেশি দূর নাই প্যাকেট করে আপনাদেরকে পাকিস্তান পাঠিয়ে দিব। সেদিন আমি বলেছিলাম আপনাদেরকে হিন্দুস্তান পাঠিয়ে দিব।’ 

তিনি আরও বলেন, ‘আজ ওবায়দুল কাদের কোথায়? হাসান মাহমুদ কোথায়? স্বরাষ্ট্রমন্ত্রী কোথায়?’

ফারুক বলেন, ‘তারেক রহমানের নেতৃত্বে গত ১৬ বছর আমরা গণতন্ত্র পুনরুদ্ধারের প্রচেষ্টা চালিয়েছি। অচিরেই গণতন্ত্র পুনরুদ্ধারের তারিখ ঘোষিত হবে। ঠিক সেই মুহূর্তে এই দেশে নির্বাচন বানচাল করার এক হীন প্রচেষ্টা চলছে, যার কারণে ভিপি নুরুল হক নুরুকে আহত করে হাসপাতালে পাঠানো হয় এবং বিভিন্ন কায়দায় আওয়ামী লীগকে পুর্নবাসনের জন্য হীন প্রচেষ্টা চালানো হচ্ছে।’

বিএনপির এই নেতা বলেন, ‘আমি দোয়া চাই তারেক রহমানের জন্য তিনি যেন এই ১৬ বছরের জঞ্জাল মুক্ত করে জনগণের ভোটে নির্বাচিত হন এবং এ ওয়াদা করছি আগামীতে আর কোনোদিন আয়না ঘর হবে না, ডিবি হারুন হবে না, দিনের ভোট রাতে হবে না।’

জয়নাল আবদীন ফারুক বলেন, ‘আমাদের কর্মীদেরকে আসন্ন নির্বাচনের জন্য প্রস্তুতি নিতে হবে এই নির্বাচনকে বানচাল করার জন্য আরেকটা হীন প্রচেষ্টা চলছে এই হীন প্রচেষ্টাকে বানচাল করতে হলে কর্মীদেরকে ঐক্যবদ্ধ থাকতে হবে।’

এদিন বিএনপি নেতা আব্দুল হান্নান লিটনের সভাপতিত্বে বক্তব্য রাখেন সেনবাগ উপজেলা ও পৌরসভা বিএনপির নেতারা।