এটা ঘুমানোর বয়স না, এনজয়ের: মালাইকা

বিনোদন প্রতিবেদক
০৩ সেপ্টেম্বর ২০২৫, ১৪:৫৭
শেয়ার :
এটা ঘুমানোর বয়স না, এনজয়ের: মালাইকা

টিভি নাটকের জনপ্রিয় মুখ মেহজাবীন চৌধুরী। তার দেখানো পথ ধরেই শোবিজে পা রাখেন ছোট বোন মালাইকা চৌধুরী। ইতিমধ্যেই মালাইকা কাজ করেছেন তিনটি নাটকে, পাওয়া গেছে বিজ্ঞাপনচিত্রেও। অভিনয় দিয়ে বড় বোনের মতো মালাইকাও জয় করেছেন দর্শকদের মন। অর্জন করেছেন সম্মাননা। শুধু তাই নয়, একই আসরে পুরস্কৃত হয়েছেন তারা।

এদিকে গেল ৩১ আগস্ট একটি অনুষ্ঠানে সম্মাননা পান মেহজাবীন-মালাইকা। সেখানে ছোট বোনের অজানা কথা ফাঁস করেন বড় বোন। মেহজাবীনকে প্রশ্ন করা হয়, ছোট বোনের কোন বিষয়গুলো তার খুব ভালো লাগে? জবাবে এই অভিনেত্রী বলেন, ‘মালাইকা অভিনয় শুরুর পর থেকেই ভালোই কাজের প্রস্তাব পাচ্ছে। কিন্তু ও খুব বেছে বেছে বুঝে শুনে কাজ করছে। কোনো তাড়াহুড়া নেই। আমার শুরুর দিকে আমি এতটা বুঝতাম না।’

এ সময় তিনি আরও বলেন, ‘ও এখন অভিনয়ের চেয়ে পড়াশুনাটাকে বেশি প্রাধান্য দিচ্ছে। ১০০’র মধ্যে বেশিরভাগ সময়ই ৯৯ মার্ক পেয়ে আসছে। পাশাপাশি কাজও করছে, সবার ভালোবাসা পাচ্ছে। ও যদি ভবিষ্যতে ভালো কাজ করে তাহলে আমি আশা করব আমাকে আপনারা যেভাবে আপন করে নিয়েছেন, ওকেও সেভাবে গ্রহণ করবেন।’

অনুষ্ঠানে মালাইকাকেও প্রশ্ন করা হয়। বলা হয়, বড় বোনের কোন কথাটা শুনলে আপনি বলেন, ‘আপু, প্লিজ বন্ধ কর!’ হেসে মালাইকা জবাব দেন, ‘রাতে যখন তাড়াতাড়ি ঘুমাতে বলে তখন এমন মনে হয়। আমি বলি এটাতো ঘুমানোর বয়স না, এনজয় করার বয়স।’

জানা গেছে, মেহজাবীন বিরতি কাটিয়ে সুন্দর কিছু কাজ নিয়ে ফিরতে যাচ্ছেন। ইতিমধ্যেই তার সঙ্গে কথা হয়েছে বেশ ক’জন নির্মাতার। খুব শিগগিরই কাজগুলোর ঘোষণা দিবেন মেহজাবীন চৌধুরী।