চবিতে সংঘাতের ঘটনায় গ্রেপ্তার ৮
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় (চবি) শিক্ষার্থীদের ওপর হামলার ঘটনায় ৮ জনকে গ্রেপ্তার করা হয়েছে।
আজ বুধবার দুপুরে তথ্যটি নিশ্চিত করেছেন হাটহাজারী থানার ওসি আবু মাহমুদ কাউসার হোসেন।
তিনি জানান, মঙ্গলবার রাতে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়েছে। বাকি আসামিদের গ্রেপ্তারে অভিযান চলছে।
গ্রেপ্তারকৃতদের তাৎক্ষণিক নাম জানা না গেলেও তারা স্থানীয় গ্রামবাসী বলে জানা গেছে। এরা সরাসরি দেশীয় অস্ত্র নিয়ে সংঘর্ষে অংশ নিয়েছে বলে পুলিশ সূত্রে জানা যায়।
উল্লেখ্য, গত শনিবার রাতে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ২ নম্বর গেট এলাকার একটি ঘটনা থেকে সহিংসতার সূত্রপাত হয়। একজন ছাত্রী ভাড়া বাসায় দেরিতে ঢুকতে চাইলে দারোয়ান তার গায়ে হাত তোলেন। প্রতিবাদে শিক্ষার্থীরা আন্দোলনে নামেন এবং তা গ্রামবাসীর সঙ্গে রক্তক্ষয়ী সংঘর্ষে রূপ নেয়। এতে বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য, প্রক্টরসহ আহত হন প্রায় ৫০০ জন। এখনো তিন শিক্ষার্থী মৃত্যু সঙ্গে পাঞ্জা লড়ছেন। এ ঘটনায় গত সোমবার রাতে বিশ্ববিদ্যালয় প্রশাসন বাদী হয়ে ৯৮ জনের নাম উল্লেখ করে অজ্ঞাত আরও ৮০০ জনের বিরুদ্ধে মামলা করে।