দীপ্ত টিভির নতুন ধারাবাহিকের জন্য চলছে অভিনয়শিল্পীর খোঁজ

বিনোদন ডেস্ক
০৩ সেপ্টেম্বর ২০২৫, ১৩:১৮
শেয়ার :
দীপ্ত টিভির নতুন ধারাবাহিকের জন্য চলছে অভিনয়শিল্পীর খোঁজ
ছবি : সংগৃহীত

দীপ্ত টেলিভিশনে শুরু হতে যাচ্ছে নতুন ধারাবাহিক ‘পরম্পরা’। ‘পরম্পরা’ নাটকটির জন্য শুরু হয়েছে নতুন অভিনয়শিল্পীর খোঁজ। এ উপলক্ষ্যে মঙ্গলবার সকাল ৯টা থেকে দীপ্ত টিভি প্রাঙ্গণে চলেছে সারাদিনব্যাপী বিশেষ অডিশন।

নতুন এই ধারাবাহিকটির জন্য বিভিন্ন ধাপে অডিশন চলবে। অভিনয় ও বাচনভঙ্গিতে দক্ষদের অগ্রাধিকার দেয়া হবে এ নির্বাচনী প্রক্রিয়ায়। নতুন শিল্পীদের পাশাপাশি দেশের জনপ্রিয় ও খ্যাতনামা অভিনয়শিল্পীদেরও দেখা যাবে ধারাবাহিকটিতে।

‘পরম্পরা’ ধারাবাহিকটি নির্মাণ করবেন আশিস রায়। লাইন প্রডিউসার জাহিদুল ইসলাম জাহিদ। চিত্রনাট্য ও সংলাপ লিখেছেন যথাক্রমে আফিফা মোহসিনা অরণি ও সরোয়ার সৈকত।

প্রসঙ্গত, দীপ্ত টিভির প্রযোজনায় এর আগেও বেশ কিছু নতুন নাটক প্রচার হয়েছে। নতুন মুখ নিয়ে এই বেশ আলোচনায় থাকে তাদের নাটকগুলো।