রূপগঞ্জে ট্রাকচাপায় যুবক নিহত

রূপগঞ্জ প্রতিনিধি
০৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:০৯
শেয়ার :
রূপগঞ্জে ট্রাকচাপায় যুবক নিহত

নারায়ণগঞ্জের রূপগঞ্জে ট্রাকচাপায় শেখ ফরিদ (২০) নামে এক যুবক নিহতের ঘটনা ঘটেছে। 

আজ বুধবার ভোরে উপজেলার আউখাব এলাকায় ঢাকা সিলেট মহাসড়কে এ ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, উপজেলার আউখাব এলাকায় রাস্তা পারাপারের সময় দ্রুত গতিতে থাকা সিলেটগামী অজ্ঞতনামা ট্রাকের চাপায় তিনি গুরুতর আহত হন। এ সময় আশেপাশের লোকজন স্থানীয় ইউএস-বাংলা বাংলা হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। 

ভুলতা হাইওয়ে পুলিশ জানায়, উপজেলার আউখাব এলাকায় রাস্তা পারাপারের সময় শেখ ফরিদ নামে এক যুবক নিহত হয়েছেন। এ ব্যাপারে আইনগত ব্যবস্থা প্রক্রীয়াধীন রয়েছে।

উল্লেখ্য, নিহত শেখ ফরিদ নেত্রকোনা জেলার মোহনগঞ্জ থানার পালগাও এলাকার সুরুজ মিয়ার ছেলে।