কিশোরকে বলাৎকারের চেষ্টার অভিযোগে ব্যবসায়ী আটক

গুইমারা (খাগড়াছড়ি) প্রতিনিধি
০৩ সেপ্টেম্বর ২০২৫, ১১:৫৩
শেয়ার :
কিশোরকে বলাৎকারের চেষ্টার অভিযোগে ব্যবসায়ী আটক

খাগড়াছড়ির গুইমারাতে কিশোরকে বলাৎকারের চেষ্টার অভিযোগে নাছির উদ্দিন (৫৩) নামে এক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে পুলিশ।

জানা গেছে, গতকাল মঙ্গলবার রাতে সুমন মার্মা (১৫) গুইমারা বাজার এলাকায় সেলিম নামের এক ব্যবসায়ীর কাচাঁমালের গোডাউনে রাত্রীযাপন করত। গত সোমবার কাচামাল ব্যবসায়ী নাছির উদ্দিন চট্টগ্রাম থেকে কাচাঁমাল কিনে গুইমারা বাজারে আসেন। বাজারে থাকার জায়গা না পেয়ে তিনি সেলিমের ওই গোডাউনে অবস্থান করেন।

গতকাল মঙ্গলবার গভীর রাতে কিশোর সুমন ঘুমিয়ে পড়লে নাছির উদ্দিন তার প্যান্ট খুলে ফেলার চেষ্টা করেন এবং তাকে জড়িয়ে ধরে ঠোঁটে চুমু দেয়ার চেষ্টা করেন। এক পর্যায়ে সুমন কৌশলে পালিয়ে যায় এবং বাজার প্রহরী ও ব্যবসায়ী সেলিমকে বিষয়টি জানায়।

এ ঘটনায় ভিকটিমের মা কমলা ত্রিপুরা গুইমারা থানায় মামলা দায়ের করলে পুলিশ অভিযান চালিয়ে আসামি নাছির উদ্দিনকে গ্রেপ্তার করে।

গুইমারা থানার ওসি মো. এনামুল হক চৌধুরী গটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ‘নারী ও শিশু নির্যাতন দমন আইন ২০০০ (সংশোধিত ২০২৫) এর ৯(৪)(খ) ধারায় মামলা দায়ের করা হয়েছে। মামলা নং-০১, তারিখ: ০২/০৯/২০২৫।’