পাকিস্তানের কোয়েটায় আত্মঘাতী বোমা হামলা, নিহত ১১
পাকিস্তানের দক্ষিণ-পশ্চিম শহর কোয়েটা-তে এক রাজনৈতিক সমাবেশ লক্ষ্য করে আত্মঘাতী বোমা হামলা চালানো হয়েছে। এতে অন্তত ১১ জন নিহত ও ৩০ জন আহত হয়েছেন বলে জানিয়েছে পুলিশ।
সরকারি কর্মকর্তা হামজা শফাত রয়টার্সকে জানিয়েছেন, বোমাটি পার্কিং এলাকায় বিস্ফোরিত হয়। সে সময় মানুষ সমাবেশ শেষ করে বের হচ্ছিলেন।
তিনি আরও জানান, এই হামলায় ৩০ জন আহত হয়েছেন।
আরও পড়ুন:
রোগীর পেটে জীবন্ত মাছি!
বালোচিস্তান ন্যাশনাল পার্টি-মেংগাল এর সিনিয়র নেতা সাজিদ তারীনও নিশ্চিত করেছেন যে, বিস্ফোরণটি সমাবেশ শেষ হওয়ার পর কার পার্কিং এলাকায় ঘটেছে এবং কয়েকজন পার্টির সদস্য আহত হয়েছেন।
বেলুচিস্তান প্রদেশ থেকে সংগঠনটির শত শত কর্মী কোয়েটার শাহওয়ানি স্টেডিয়ামে সমাবেশে অংশ নেন, যেখানে পার্টির প্রতিষ্ঠাতা সরদার আতাউল্লাহ মেংগালের মৃত্যুবার্ষিকী পালন করা হচ্ছিল।
আরও পড়ুন:
২৫ জিম্মিকে মুক্তি দিল হামাস
এদিকে বেলুচিস্তান প্রদেশে জঙ্গিদের হামলায় পাকিস্তান সেনাবাহিনীর ৯ সদস্য নিহত হয়েছেন বলে এএফপি সরকারি সূত্রের বরাত দিয়ে জানিয়েছে। হামলার পরপরই সেনাবাহিনী ব্যাপক অভিযান শুরু করে এবং চার দিনের অভিযানে প্রায় ৫০ জন জঙ্গিকে হত্যা করা হয়েছে।