পটিয়ায় ছিনতাইকারীর ছুরিকাঘাতে রিকশাচালক খুন
চট্টগ্রামের পটিয়ায় ছিনতাইকারীর ছুরিকাঘাতে মোহাম্মদ শহীদ আলম প্রকাশ (৩০) নামের এক অটোরিকশার চালক খুন হয়েছেন।
গতকাল মঙ্গলবার রাত ১১টায় পটিয়া উপজেলার ১ নম্বর দক্ষিণ ভুর্ষি ইউনিয়নের কেচিয়াপাড়ার গ্রামে এ খুনের ঘটনা ঘটে।
স্থানীয়দের সূত্রে জানা যায়, রাতে যাত্রীবেসে কয়েকজন ছিনতাইকারী শহীদের অটোরিকশায় ওঠে। কেচিয়াপাড়া এলাকায় পৌঁছালে ছিনতাইকারীরা রিকশাটি ছিনতাইয়ের চেষ্টা করলে রিকশাচালক শহীদ ছিনতাইকারীদের বাধা দেন। এ কারণে ছিনতাইকারীরা শহীদের বুক, পেট ও পিঠসহ বিভিন্ন স্থানে এলোপাতাড়ি ছুরিকাঘাত করে। শহীদের চিৎকারে আশেপাশের লোকজন ছুটে এলে ছিনতাইকারীরা পালিয়ে যায়। গুরুতর আহত অবস্থায় স্থানীয়রা তাকে উদ্ধার করে পটিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত বলে ঘোষণা করেন।
নিহতের গ্রামের বাসিন্দা মো. ফিরোজ জানান, শহীদ গত ১০ দিন আগে তার গ্রামের বাড়ি থেকে পটিয়ায় আসেন। তিনি পটিয়া এলাকায় অটোরিকশা চালিয়ে জীবিকা নির্বাহ করতেন। প্রতিদিনের মতো গত মঙ্গলবার রাতে রিকশা চালাতে বের হন তিনি। ওইদিন রাতেই যাত্রীবেশী ছিনতাইকারীদের হাতে তার মর্মান্তিক মৃত্যু হয় । এ ঘটনায় এলাকায় চরম আতঙ্ক ছড়িয়ে পড়ে।
এদিকে স্থানীয়দের অভিযোগ, সম্প্রতি পটিয়ার বিভিন্ন এলাকায় ছিনতাইসহ বিভিন্ন ধরনের অপরাধ বেড়ে গেছে। রাতের বেলায় সাধারণ রিকশাচালক ও পথচারীরা নিরাপত্তাহীনতায় রয়েছেন।
এ বিষয়ে পটিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. নুরুজ্জামান ও ওসি তদন্ত যুযুৎসু যশ চাকমা বলেন, ‘খবর পেয়ে দ্রুত পুলিশের একটি টিম নিয়ে ঘটনারস্থল পরিদর্শন করেছি। নিহতের সুরতহাল প্রতিবেদন তৈরি করে মরদেহ ময়নাতদন্তের জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়। ঘটনার সঙ্গে জড়িতদের শনাক্ত ও গ্রেপ্তারে অভিযান চলছে। এটি একটি পরিকল্পিত ছিনতাইয়ের ঘটনা। খুব শিগগিরই অভিযুক্তদের আইনের আওতায় আনা হবে। মামলার দায়ের প্রস্তুতি চলছে।’
উল্লেখ্য, নিহত মোহাম্মদ শহীদ গাইবান্ধা জেলার চন্ডীপুর ইউনিয়ন ৯ নং ওয়ার্ড সুন্দরগঞ্জ গ্রামের খাজা মিয়ার ছেলে।