বায়ুদূষণে শীর্ষে কিনশাসা, ঢাকার খবর কী?

অনলাইন ডেস্ক
০৩ সেপ্টেম্বর ২০২৫, ০৯:২৮
শেয়ার :
বায়ুদূষণে শীর্ষে কিনশাসা, ঢাকার খবর কী?

বিশ্বব্যাপী বড় শহরগুলোতে দূষণের মাত্রা ক্রমেই উদ্বেগজনক হয়ে উঠছে। বিশ্বের ১২৭টি দেশের মধ্যে বায়ুদূষণে শীর্ষে উঠে এসেছে কঙ্গোর কিনশাসা। আজ বুধবার সকাল ৯টায় সুইজারল্যান্ডভিত্তিক প্রতিষ্ঠান আইকিউএয়ার প্রকাশিত বায়ুগুণমান সূচক থেকে এ তথ্য জানা গেছে। 

সূচক অনুযায়ী, ১৭০ স্কোরে আজ শীর্ষে থাকা কঙ্গোর বাতাসের মান অস্বাস্থ্যকর। অন্যদিকে বাংলাদেশের রাজধানী ঢাকা তুলনামূলকভাবে অনেক ভালো অবস্থানে রয়েছে। তালিকায় ৬৬তম স্থানে থাকা ঢাকার স্কোর ৫০। এ মানকে দূষণের ক্ষেত্রে ‘ভালো’ হিসেবে গণ্য করা হয়।

আইকিউএয়ারের তথ্যানুযায়ী, একই সময়ে ১৭০ স্কোর নিয়ে বিশ্বের দূষিত শহরের তালিকায় শীর্ষে রয়েছে গণতান্ত্রিক কঙ্গো প্রজাতন্ত্রের রাজধানী কিনশাসা, এছাড়া ১৩২ স্কোর নিয়ে দ্বিতীয় অবস্থানে রয়েছে সৌদি আরবের রিয়াদ। আবার একই স্কোর নিয়ে তৃতীয় অবস্থানে রয়েছে ইন্দোনেশিয়ার রাজধানী জাকার্তা। ১২২ স্কোর নিয়ে চতুর্থ অবস্থানে রয়েছে চীনের বেইজিং এবং পঞ্চম অবস্থানে থাকা সংযুক্ত আরব আমিরাতের দুবাই শহরের স্কোর ১১৮।

 একিউআই স্কোর শূন্য থেকে ৫০ ভালো হিসেবে বিবেচিত হয়। ৫১ থেকে ১০০ মাঝারি হিসেবে গণ্য করা হয়, আর সংবেদনশীল গোষ্ঠীর জন্য অস্বাস্থ্যকর বিবেচিত হয় ১০১ থেকে ১৫০ স্কোর। স্কোর ১৫১ থেকে ২০০ হলে তাকে ‘অস্বাস্থ্যকর’ বায়ু বলে মনে করা হয়।

২০১ থেকে ৩০০-এর মধ্যে থাকা একিউআই স্কোরকে ‘খুব অস্বাস্থ্যকর’ বলা হয়। এ অবস্থায় শিশু, প্রবীণ এবং অসুস্থ রোগীদের বাড়ির ভেতরে এবং অন্যদের বাড়ির বাইরের কার্যক্রম সীমাবদ্ধ রাখার পরামর্শ দেয়া হয়ে থাকে। এ ছাড়া ৩০১ থেকে ৪০০-এর মধ্যে থাকা একিউআই ‘ঝুঁকিপূর্ণ’ বলে বিবেচিত হয়, যা নগরের বাসিন্দাদের জন্য গুরুতর স্বাস্থ্যঝুঁকি তৈরি করে।