সাপের দংশনে ৪ ঘণ্টা পর হাসপাতালে, এরপর মৃত্যু

পটিয়া প্রতিনিধি
০৩ সেপ্টেম্বর ২০২৫, ০৮:৫০
শেয়ার :
সাপের দংশনে ৪ ঘণ্টা পর হাসপাতালে, এরপর মৃত্যু

চট্টগ্রামে পটিয়ায় রান্না ঘরে কাজ করার সময় অসাবধানতায় বিষাক্ত সাপের দংশনে বরলিয়া ইউনিয়ন ফেরদৌস বেগম (৪০) নামের এক নারীর মৃত্যু হয়। 

গতকাল মঙ্গলবার সকাল সাড়ে ১১টার দিকে এ ঘটনা ঘটে। 

জানা যায়, সাপের দংশনে ঘণ্টা দুয়েক পরে তার শারীরিক যন্ত্রণা বেড়ে যাওয়ায় এক ওঝার কাছে যান তিনি। এদিকে তার স্বামী মো. রাসেলকে প্রতিবেশিরা খবর দেন। তার স্বামীর একটি মুরগি বিক্রির দোকান রয়েছে।বাড়ি থেকে প্রায় দুই কি.মি. দূরে। রাসেল বাড়িতে এসে সাপে কাটার প্রায় ৪ ঘণ্টা পরে স্ত্রীকে পটিয়া উপজেলার স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে ততক্ষণে মুমূর্ষু ফেরদৌস বেগমের শরীরে বিষের প্রতিক্রিয়া শুরু হয়ে বমি হয়। এ সময় হাসপাতালে নেওয়ার দুই থেকে তিন মিনিটের মধ্যেই মৃত্যু হয় ফেরদৌস বেগমের।

পটিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের চিকিৎসক সামিহা রওশন বলেন, ‘বেলা ৩টার দিকে স্বামী মো. রাসেল তার স্ত্রী ফেরদৌস বেগমকে মুমূর্ষু অবস্থায় হাসপাতালে নিয়ে আসেন। এর দুই থেকে তিন মিনিটের মধ্যে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। সাপের বিষ শরীরে ছড়িয়ে পড়ায় বাঁচানো সম্ভব হয়নি। অ্যান্টিভেনম দেওয়ার আগে তার মৃত্যু হয়। এছাড়া কী ধরনের সাপে কেটেছে, তার ওপর সেটা নির্ভর করে। সাধারণত বিষ শরীরে ছড়িয়ে পড়ার আগে যত দ্রুত সম্ভব আক্রান্ত ব্যক্তিকে হাসপাতালে আনা উচিত। 

উল্লেখ্য, নিহত ফেরদৌসের ১২ বছর বয়সী একটি ছেলে সন্তান রয়েছে।