অসমাপ্ত কাজের সফলতা দেখতে চাই : বুলবুল
বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সভাপতি পদে নির্বাচন করবেন বলে জানিয়েছেন বর্তমান সভাপতি আমিনুল ইসলাম বুলবুল। গতকাল মঙ্গলবার তিনি জানিয়েছেন তার ইচ্ছের কথা। মূলত বিসিবির দায়িত্ব নেওয়ার পর যে কাজ শুরু করেছেন, তা ভালোভাবে সম্পন্ন করার জন্যই নির্বাচন করতে চান তিনি।
# নির্বাচন না করার সিদ্ধান্তের পর আবার সিদ্ধান্ত বদলানোর কারণ কি?
বুলবুল : আমার (নির্বাচন করতে চাওয়ার) একটাই কারণ- যে কাজগুলো শুরু করেছিলাম, সেই কাজগুলো ভালোভাবে এগিয়ে চলছে এবং এ কাজগুলো অর্ধেক ফেলে না রেখে যেন সামনে এগিয়ে নিয়ে যেতে পারি। সেটিই একটি মূল কারণ এখানে কন্টিনিউ করতে চাওয়ার।
# ‘কুইক টি-টোয়েন্টি ইনিংসের’ কথা বলে এখন তা হলে ইনিংসটা কেন লম্বা করতে চাচ্ছেন?
আরও পড়ুন:
স্পিনে ভরসা রাচিনের
বুলবুল : আমি বলেছিলাম একটা কুইক ইনিংসের কথা। কুইক ইনিংসটা তো এখনও শেষ হয়নি। কুইক ইনিংসটা শেষ হোক। কন্টিনিউ যদি করতে পারি, টি-টোয়েন্টি থেকে ফিফটি-ফিফটিতে যাব। আর তার চেয়েও বড় কথা- আমার কাছে মনে হয়, যে সম্ভাবনা আমাদের আছে, এটা পরের ধাপে নিয়ে যাওয়ার জন্য যে কাজগুলো করতে হয়, সেই কাজগুলো করার জন্য মনস্থির করেছি যে, আমি কন্টিনিউ করতে চাই।’
# ক্রীড়া পরিষদের সঙ্গে কোনো কথা হয়েছে আপনার?
বুলবুল : আমার সঙ্গে এখনও এনএসসির কোনো আলোচনা হয়নি। আমি শুধু ওইটা (নির্বাচনের আগ্রহ) প্রকাশ করেছি যে সম্ভব হলে আমি নির্বাচন করব। এখন আমি জানি না কোথা থেকে করব বা কী করব।
আরও পড়ুন:
সূর্যর সাফল্যের মন্ত্র
# জাতীয় দলের সাবেক আরেক অধিনায়ক তামিম ইকবালও ইতোমধ্যে বিসিবির পরিচালক ও পরে সভাপতি হওয়ার বিষয়ে নিজের আগ্রহের কথা জানিয়েছেন। তার সঙ্গে প্রতিদ্বন্দ্বিতার বিষয়ে কোনো কথা হয়েছে কি আপনার?
বুলবুল : না। আমার সঙ্গে কোনো কথা হয়নি। তবে আমি আশা করব... সবার প্রতি শ্রদ্ধা থাকবে। তাদের প্রতি সহযোগিতা থাকবে, দিনশেষে এখানে আমরা সবাই এসেছি ক্রিকেটের কাজে এবং ক্রিকেটকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্যই চেষ্টা করব।
# নির্বাচন করতে চাওয়ার পেছনে আপনার মূলত ইচ্ছেটা কি?
আরও পড়ুন:
বিপাকে আলভেস
বুলবুল : আমার ব্যক্তিগত যে ইচ্ছা, দেখুন আমি এখানে হঠাৎ করে এসেছি এবং একটা দায়িত্ব নিয়ে এসেছি। আমার পার্মান্যান্ট সব কিছু ছিল (আইসিসিতে)। সব ছেড়ে এসেছি দেশের জন্য। সে কাজ যতদিন করা সম্ভব করলাম। পরবর্তীতে, সেখানে আমার হাত নেই।