মৌচাকে মসজিদে লাগা আগুন নিয়ন্ত্রণে
রাজধানী ঢাকার মৌচাক মার্কেট সংলগ্ন সিদ্ধেশ্বরী স্কুলের পাশের মসজিদে লাগা আগুন নিয়ন্ত্রণে এসেছে। আজ মঙ্গলবার সন্ধ্যা ৭টা ১২ মিনিটের দিকে আগুন লাগার খবর পায় ফায়ার সার্ভিস। বাহিনীটির দুটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে কয়েক মিনিটের মধ্যে আগুন নিয়ন্ত্রণে আনে।
ফায়ার সার্ভিসের নিয়ন্ত্রণ কক্ষের ডিউটি অফিসার শিহাব সরকার তথ্যটি নিশ্চিত করেছেন। তিনি জানান, সিদ্ধেশ্বরী স্কুলের পাশের একটি মসজিদে ৭টা ১২ মিনিটে আগুন লাগার খবর পেয়ে দুটি ইউনিট পাঠানো হয়। ৭টা ৩৬ মিনিটে আগুন নিয়ন্ত্রণে আসে।
আরও পড়ুন:
রাজধানীতে কিশোরীসহ ২ জনের মরদেহ উদ্ধার
প্রাথমিকভাবে আগুন লাগার কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ জানাতে পারেননি ফায়ার সার্ভিসের এই কর্মকর্তা।
আরও পড়ুন:
নির্বাচন নিয়ে কী ভাবছে এলডিপি?