ব্যক্তিগত বিষয় নিয়ে মুখ খুললেন সাবিলা নূর
সাবিলা নূর, মডেল ও অভিনেত্রী | সংগৃহীত
দেশের জনপ্রিয় মডেল ও অভিনেত্রী সাবিলা নূর। প্রায় এক যুগেরও বেশি সময়ের ক্যারিয়ারে অসংখ্য নাটক, বিজ্ঞাপনে কাজ করেছেন তিনি। সময়ের সঙ্গে তাল মিলিয়ে অভিনয় করেছেন ওটিটি মাধ্যমেও। শোবিজাঙ্গনে লম্বা সময়ের এই পথচলায় কেবল সিনেমায় নাম লেখানো বাকি ছিল গুণি এই অভিনেত্রীর।
সেই অপূর্ণতাটুকুও তার পূর্ণ হয়ে গেছে। প্রথমবারের মতো ঢাকাই সিনেমার মেগাস্টার শাকিব খানের বিপরীতে ‘তাণ্ডব’ সিনেমায় অভিনয় করেছেন তিনি। এরপর থেকেই সিনেমাপ্রেমীদের মাঝে বেশ আলোচনার সৃষ্টি করেছেন তিনি। এবার এক পডকাস্ট শোতে সময়সাময়িক নানা দিক নিয়ে কথা বলেছেন।
নিজেকে নিয়ে সাবিলা নূর জানান, ‘কিংবা একটু কনফিউজ থাকি বা একটু ভয়ে থাকি সেটা আসলে ভাব বা কিছু না। আমি ইন্ট্রোভার্ট দেখে হয়ত আমার একটু সময় লাগে একটা জায়গায় মানিয়ে নিতে। কিন্তু ব্যক্তিগত ভাবে যখন কারো সাথে ক্লোজ হই তখন আমি একেবারে ভিন্ন একজন মানুষ।
আরও পড়ুন:
ওটিটি প্ল্যাটফরম আমার জন্য বেশ লাকি
তিনি আরও বলেন, আমি এখন ভালো একটা সিনেমা করেছি, আমাকে মানুষজন দেখছেন বা পছন্দ করছেন। হয়ত একবছর পরে আমার যদি ভালো কোনো কাজ না আসে হয়ত আমাকে মনে রাখবে না।’
প্রসঙ্গত, অভিনয়ের পাশাপাশি নাচ নিয়েও ব্যস্ততা আছে সাবিলা নূরের। এছাড়া তিনি লেখক হিসেবেও বেশ পটু। শেষ বইমেলায় তার লিখিত ছোট গল্পের বই ‘ভালোবাসা অতঃপর’ প্রকাশিত পেয়েছে। এর আগে হৃদিকা, পারাপার, মুখোমুখি অন্ধকার- তিনটি নাটকের গল্পও লিখেছিলেন তিনি।
আরও পড়ুন:
নানাকে নিয়ে পরীর আবেগঘন পোস্ট