৫ ঘণ্টা পর রেলপথ অবরোধ প্রত্যাহার করলেন বাকৃবি শিক্ষার্থীরা

বাকৃবি প্রতিনিধি
০২ সেপ্টেম্বর ২০২৫, ১৮:১৪
শেয়ার :
৫ ঘণ্টা পর রেলপথ অবরোধ প্রত্যাহার করলেন বাকৃবি শিক্ষার্থীরা

বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ে (বাকৃবি) শিক্ষার্থীদের ওপর বহিরাগতদের হামলার প্রতিবাদে ৬ দফা দাবি আদায়ের লক্ষ্যে ঢাকা–ময়মনসিংহগামী রেল অবরোধ করেন শিক্ষার্থীরা। ৫ ঘণ্টা পর এই রুটে রেল যোগাযোগ স্বাভাবিক হয়েছে।

আজ মঙ্গলবার বিকেল ৫টায় এক সংবাদ সম্মেলনে শর্তসাপেক্ষে এই অবরোধ তুলে নেন শিক্ষার্থীরা। এ ছাড়া তারা প্রক্টরের আশ্বাসে পূবালী ব্যাংকের তালা খুলে দেন। তবে কোষাধ্যক্ষ ভবনে এখনও তালা ঝুলছে।

এর আগে আজ বেলা ১১টায় শিক্ষার্থীরা গুচ্ছ গুচ্ছ মিছিল নিয়ে আব্দুল মোড়সংলগ্ন রেললাইনে জমায়েত হন। পরে দুপুর ১২টায় রেললাইনে ব্যারিকেড দিয়ে রাস্তার দুই পাশের যান চলাচল বন্ধ করে দেন। একই সঙ্গে শিক্ষার্থীরা ঢাকা–ময়মনসিংহগামী রেললাইনে বসে অবস্থান কর্মসূচি পালন করেন। ফলে ঢাকা–ময়মনসিংহ রেলপথে ট্রেন চলাচল বন্ধ হয়ে যায়।

রেল অবরোধ প্রত্যাহারের বিষয়ে পশুপালন অনুষদের ছাত্র এহসানুল হক হিমেল জানান, ‘কম্বাইন্ড ডিগ্রি নিয়ে চলমান এই আন্দোলন সমাধানের জন্য আমরা নিঃশর্তভাবে প্রশাসনিক কর্মকর্তাদের সঙ্গে বসতে রাজি হয়েছি। ঠিক ওই সময় পর্যন্ত এই অবরোধ প্রত্যাহার করেছি। আলোচনা যদি ফলপ্রসূ না হয়, তাহলে আবারও অনির্দিষ্টকালের জন্য অবরোধ চলমান থাকবে।’

তিনি আরও বলেন, ‘জনগণের দুর্ভোগ যাতে না হয়, সেভাবেই আমরা যৌক্তিক আন্দোলন করে যাচ্ছি। বহিরাগত কর্তৃক আমাদের ওপর এই হামলার দায় প্রশাসন এড়াতে পারে না। শিক্ষার্থীদের ভবিষ্যতের জন্য চলমান এই আন্দোলন যৌক্তিক।’