আফগানিস্তানে ভূমিকম্প /
নিহত বেড়ে ৯০০, জীবিতদের সন্ধানে উদ্ধারকর্মীরা
পূর্ব আফগানিস্তানে শক্তিশালী ভূমিকম্পে এখন পর্যন্ত ৯০০ জন নিহত এবং প্রায় ৩ হাজার জন আহত হওয়ার খবর পাওয়া গেছে। জীবিতদের অনুসন্ধানে কাজ করছেন উদ্ধারকর্মীরা। তবে প্রত্যন্ত পাহাড়ি এলাকায় পৌঁছাতে এবং উদ্ধার কাজ দ্রুত এগিয়ে নিতে বেশ লড়াই করতে হচ্ছে তাদের।
স্থানীয় সময় গত রবিবার রাত ১১টা ৪৭ মিনিটে ভূমিকম্পটি আঘাত হানে। রিখটার স্কেলে এর মাত্রা ছিল ৬। এর উৎপত্তিস্থল ছিল ভূপৃষ্ঠের ৮ কিলোমিটার গভীরে।
এতে দেশটির কুনার প্রদেশের বেশ কয়েকটি গ্রাম মাটির নিচে চাপা পড়ে যায়। যেখানে সড়ক ও মোবাইল নেটওয়ার্ক বিচ্ছিন্ন।
আরও পড়ুন:
রোগীর পেটে জীবন্ত মাছি!
ধ্বংসস্তূপে রাস্তা বন্ধ থাকায় এবং ক্ষতিগ্রস্ত এলাকায় পাহাড়ি ভূখণ্ডের কারণে স্থলপথে যাতায়াত কঠিন হয়ে পড়েছে। কর্তৃপক্ষ মঙ্গলবার দ্বিতীয় দিনের মতো আকাশপথে অনুসন্ধান চালিয়েছে।
বিবিসি সূত্রে জানা গেছে, উদ্ধারকারীরা হেলিকপ্টার ব্যবহার করে জীবিতদের এখনো সন্ধান করছেন।
আরও পড়ুন:
২৫ জিম্মিকে মুক্তি দিল হামাস
এদিকে তালেবান সরকার আন্তর্জাতিক সাহায্যের জন্য আবেদন করেছে। জাতিসংঘ এরই মধ্যে জরুরি তহবিল প্রকাশ করেছে। অন্যদিকে, যুক্তরাজ্য ১ মিলিয়ন পাউন্ড সাহায্যের প্রতিশ্রুতি দিয়েছে।
প্রসঙ্গত, আফগানিস্তান ভূমিকম্পপ্রবণ একটি দেশ। বিশেষত হিন্দুকুশ পর্বতমালায় প্রায়ই বড় ধরনের ভূমিকম্প আঘাত হানে। এ অঞ্চলে ভারতীয় ও ইউরেশীয় টেকটোনিক প্লেটের সংযোগস্থল হওয়ায় ভূমিকম্পের ঝুঁকি বেশি।
আরও পড়ুন:
২৫ জিম্মিকে মুক্তি দিল হামাস