বেনাপোল দিয়ে আড়াই বছর পর ৬০ টন পেঁয়াজ আমদানি

বেনাপোল প্রতিনিধি
০২ সেপ্টেম্বর ২০২৫, ১৪:৩৫
শেয়ার :
বেনাপোল দিয়ে আড়াই বছর পর ৬০ টন পেঁয়াজ আমদানি

বেনাপোল স্থলবন্দর দিয়ে ভারত থেকে তিন চালানে ৬০ মেট্রিক টন পেঁয়াজ আমদানি করা হয়েছে। আড়াই বছর পরে এই বন্দর দিয়ে ভারত থেকে এসব পেঁয়াজ আমদানি করা হয়েছে বলে বন্দর সূত্র জানায়।

গতকাল সোমবার রাত ৮টার দিকে তৃতীয় চালানে একটি ট্রাকে ১৫ টন পেঁয়াজ বন্দরের ৩১নং ইয়ার্ডে প্রবেশ করে।

আজ মঙ্গলবার সকালে বেনাপোল বন্দরের উদ্ভিদ সংগনিরোধ কেন্দ্রের উপ-সহকারী শ্যামল কুমার নাথ জানান, গত ২৫ আগস্ট ভারত থেকে প্রথম চালানে একটি ট্রাকে ১৫ মেট্রিক টন পেঁয়াজ, ২৮ আগস্ট রাত ৮টায় দ্বিতীয় চালানে দুটি ট্রাকে ৩০ মেট্রিক টন পেঁয়াজ বেনাপোল বন্দরে প্রবেশ করে। এ নিয়ে তিন চালানে মোট ৬০ মেট্রিক টন পেঁয়াজ ভারত থেকে আমদানি হয়েছে। আমদানিকারক প্রতিষ্ঠান এস এম ওয়েল ট্রেডার্স। মান পরীক্ষা শেষে পেঁয়াজ খালাসের অনুমতি দেয়া হয়েছে।

পেঁয়াজ ব্যবসায়ীরা জানান, আড়াই বছর পর বেনাপোল বন্দর দিয়ে ভারত থেকে পেঁয়াজ আমদানি শুরু হয়েছে। পেঁয়াজ আমদানির খবরে স্থানীয় বাজারে পেঁয়াজের দাম কমতে শুরু করেছে।

প্রতি মেট্রিক টন পেঁয়াজ ৩০৫ মার্কিন ডলারে আমদানি মূল্য দেখানো হয়েছে, যা বাংলাদেশি টাকায় ৩৭ হাজার ৪২৯ টাকা। সে ক্ষেত্রে প্রতি কেজি পেঁয়াজের আমদানি মূল্য পড়েছে প্রায় ৩৮ টাকা। আমদানি করা পেঁয়াজ মানভেদে ৫৭-৬০ টাকার মধ্যে বিক্রি করা সম্ভব।

বেনাপোল বন্দরের পরিচালক শামীম হোসেন বলেন, ‘আমদানিকৃত পেঁয়াজ দ্রুত ছাড়করণের জন্য বন্দরের কর্মকর্তাদের নির্দেশ দেওয়া হয়েছে।’