চীন-রাশিয়া বন্ধুত্বের নতুন অধ্যায়, প্রশংসা পুতিনের

আন্তর্জাতিক ডেস্ক
০২ সেপ্টেম্বর ২০২৫, ১২:৩৪
শেয়ার :
চীন-রাশিয়া বন্ধুত্বের নতুন অধ্যায়, প্রশংসা পুতিনের

চীনের রাজধানী বেইজিংয়ে দেশটির প্রেসিডেন্ট শি জিনপিং এবং রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন দ্বিপাক্ষিক আলোচনা শুরু করেছেন। আলোচনা শুরু হয় শহরে অনুষ্ঠিতব্য বিশাল সামরিক কুচকাওয়াজের আগের দিন।

চীনা রাষ্ট্রীয় সম্প্রচারকারী সিসিটিভি জানিয়েছে, আজ মঙ্গলবার দুই নেতা বেইজিংয়ের গ্রেট হল অব দ্য পিপল-এ সাক্ষাৎ করেছেন।

বৈঠকে চীন-রাশিয়ার সম্পর্ককে ‘অতুলনীয়’ স্তরে আখ্যা দিয়েছেন পুতিন। তিনি বলেন, ‘আমাদের ঘনিষ্ঠ যোগাযোগ রাশিয়া-চীন সম্পর্কের কৌশলগত প্রকৃতি তুলে ধরে।’

ক্রেমলিনের অফিসিয়াল টেলিগ্রাম অ্যাপে প্রকাশিত ভিডিওতে পুতিন বলেন, ‘প্রিয় বন্ধু, আমি এবং রাশিয়ার পুরো প্রতিনিধিদল আমাদের চীনা বন্ধু ও সহকর্মীদের সঙ্গে আবারও সাক্ষাৎ করতে পেরে আনন্দিত।’

তিনি আরও বলেন, ‘আমরা অতীতেও একসঙ্গে ছিলাম এবং আজও একসঙ্গে রয়েছি।’

একই সঙ্গে চীনের প্রেসিডেন্ট শি জিনপিং রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনকে বলেন, ‘চীন-রাশিয়ার সম্পর্ক আন্তর্জাতিক পরিবর্তনের পরীক্ষাকে টিকিয়ে রেখেছে।’

তিনি আরও জানিয়েছেন যে, বেইজিং মস্কোর সঙ্গে কাজ করতে ইচ্ছুক, যাতে বিশ্বব্যাপী আরও ন্যায়সঙ্গত ও যুক্তিসম্পন্ন শাসনব্যবস্থা গড়ে তোলা যায়।

শি বুধবার চীনের ইতিহাসের সবচেয়ে বড় সামরিক কুচকাওয়াজ আয়োজন করতে যাচ্ছেন, যা দ্বিতীয় বিশ্বযুদ্ধের শেষে জাপানের আত্মসমর্পণের ৮০তম বার্ষিকী স্মরণে অনুষ্ঠিত হবে।

যখন ইউক্রেনে যুদ্ধ সমাধানের জন্য রাশিয়ার সঙ্গে ট্রাম্পের পক্ষে কোনো চুক্তি সম্ভব হয়নি, ঠিক তখন শি পুতিনকে বেইজিংয়ে আতিথ্য দিচ্ছেন।

শুধু বিশ্বের দ্বিতীয় বৃহত্তম অর্থনীতির নয়, কূটনৈতিক দিক থেকেও চীনের লক্ষ্য আন্তর্জাতিক মঞ্চে তার শক্তি প্রদর্শন করা। শি চীনের স্থিতিশীল বাণিজ্যিক ভূমিকা তুলে ধরেছেন, বিশেষ করে যখন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের শুল্ক নীতি আন্তর্জাতিক অর্থনৈতিক সম্পর্ককে প্রভাবিত করেছে।