এবার সিঙ্গাপুর যাচ্ছেন শাকিব-অপু
ঢাকাই সিনেমার আলোচিত জুঁটি শাকিব খান ও অপু বিশ্বাস। দর্শকদের তারা উপহার দিয়েছেন অসংখ্য ব্যবসাসফল সিনেমা। এরপর তাদের প্রেম, বিয়ে আর বিচ্ছেদ। শাকিব-অপু দম্পতির একমাত্র সন্তান আব্রাম খান জয়। ২০২৩ সালে অপু তার ছেলে জয়কে নিয়ে যুক্তরাষ্ট্রে গিয়েছিলেন। দেশটিতে আগে থেকেই অবস্থান করছিলেন বাবা শাকিব খান। আনন্দঘন সেই সময়টা তারা কাটিয়েছেন ঘুরে ফিরে।
সিনেমার এই দুই তারকার বিচ্ছেদ হলেও পুত্র জয়ের টানে প্রায়ই তারা এক হন বলে জানা গেছে। তারই ধারাবাহিকতায় এবার সন্তানকে ভালো মানের শিক্ষা নিশ্চিত করতে তারা পাড়ি দিচ্ছেন সিঙ্গাপুরে। সম্প্রতি এক সাক্ষাৎকারে বিষয়টি জানিয়েছেন অপু নিজেই।
নায়িকার কথায়, ‘জয় সিঙ্গাপুরে একটি স্কুলে ভর্তি হবে। সে সেখানেই পড়ালেখা করবে। আমরা (শাকিব-অপু) কিছুদিন ওই দেশেই থাকব।’
আরও পড়ুন:
ওটিটি প্ল্যাটফরম আমার জন্য বেশ লাকি
এ নিয়ে শাকিব খানের সঙ্গে আলোচনাও হয়েছে বলে জানান অপু। তিনি বলেন, ‘এই বিষয়টি নিয়ে আমার আর জয়ের বাবার মধ্যে আলোচনা হয়। তবে বিষয়টি কীভাবে বাইরে চলে এলো, তা আমার জানা নেই। আমি আসলে পারিবারিক বিষয়গুলো নিজের মধ্যে রাখতেই পছন্দ করি।’
এর আগে, ঢাকার একই ইংলিশ মিডিয়াম স্কুলে ভর্তি হয়েছিল শাকিব-অপুর ছেলে জয় এবং শাকিব-বুবলীর ছেলে বীর। তবে ব্যক্তিগত নানা কারণে জয়কে সেই স্কুল থেকে সরিয়ে নেন অপু। এরপরই সিদ্ধান্ত নেন ছেলেকে দেশের বাইরে পড়াশোনা করাবেন তারা।
আরও পড়ুন:
নানাকে নিয়ে পরীর আবেগঘন পোস্ট