আজ জলের গানের কনসার্ট, থাকছেন না রাহুল আনন্দ
মানুষ, জলবায়ু ও সংস্কৃতির মেলবন্ধনে আয়োজন করা হয়েছে বিশেষ কনসার্ট ‘ইকোস অব দ্য ডেলটা’। আজ মঙ্গলবার সন্ধ্যা ৭টায় রাজধানীর আলোকি কনভেনশন সেন্টারে এটি অনুষ্ঠিত হবে। আয়োজনে আছে বায়োফিলিয়া। এতে গানের পাশাপাশি থাকছে নৃত্যনাট্যের পরিবেশনা।
আয়োজনের বিশেষ চমক হিসেবে থাকছে জনপ্রিয় সংগীতদল জলের গান’র সংগীত পরিবেশনা। প্রকৃতি আর মাটিঘেঁষা জীবনের কথা বলাই যাদের সংগীতের মূল সুর, সেই দলের পরিবেশনা অনুষ্ঠানে ভিন্ন মাত্রা যোগ করবে বলে আয়োজকদের প্রত্যাশা।
আয়োজকরা জানায়, এই কনসার্টে প্রবেশাধিকার থাকবে কেবল নিবন্ধিত অতিথিদের জন্য।
আরও পড়ুন:
ওটিটি প্ল্যাটফরম আমার জন্য বেশ লাকি
অন্যদিকে জলের গানের সদস্যরা জানান, এ আয়োজন অন্যসব কনসার্টের থেকে কিছুটা আলাদা। এখানে সুর-মূর্ছনার মধ্যদিয়ে প্রকৃতি ও মানুষের সংযোগ গড়ে তোলার চেষ্টা থাকবে, যা দর্শক-শ্রোতাদের মনে দাগ কেটে যাবে বলে তাদের বিশ্বাস। তবে এতে দলটির গায়ক রাহুল আনন্দ থাকছেন না। তিনি বর্তমানে ফ্র্যান্সে অবস্থান করছেন।
কিছুটা বিরতির পর আবারও নিয়মিত মঞ্চে ফিরেছে জলের গান। সম্প্রতি তারা পরিবেশন করেছে ‘বৃষ্টি পড়ে টাপুর টুপুর’ শিরোনামে একক কনসার্ট, যা দর্শকদের ব্যাপক প্রশংসা কুড়ায়। তারও আগে ‘অন্তরঙ্গ জলের গান’ শিরোনামের আয়োজন ও আরও কিছু স্টেজ শো করে শ্রোতাদের মাতিয়েছে তারা। প্রতিটি পরিবেশনাই পেয়েছে ইতিবাচক সাড়া।
আরও পড়ুন:
নানাকে নিয়ে পরীর আবেগঘন পোস্ট