প্রধান উপদেষ্টার সঙ্গে গণঅধিকার পরিষদের বৈঠক বিকেলে
অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় আরও সাতটি রাজনৈতিক দল ও একটি সংগঠনের প্রতিনিধিদের সঙ্গে বৈঠক করবেন।
এদের মধ্যে আজ মঙ্গলবার বিকাল ৫টায় প্রধান উপদেষ্টার সঙ্গে গণঅধিকার পরিষদের বৈঠক অনুষ্ঠিত হবে।
এ বৈঠকে উপস্থিত থাকবেন- গণঅধিকার পরিষদের সাধারণ সম্পাদক মো. রাশেদ খাঁন, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক হাসান আল মামুন ও গণঅধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুরের সহধর্মিণী।
আরও পড়ুন:
রাজধানীতে কিশোরীসহ ২ জনের মরদেহ উদ্ধার
এছাড়া অন্য দলগুলো ও সংগঠনের মধ্যে রয়েছে- এবি পার্টি, নাগরিক ঐক্য, গণসংহতি আন্দোলন, এলডিপি, ইসলামী আন্দোলন বাংলাদেশ, জাতীয় গণফ্রন্ট এবং হেফাজতে ইসলাম বাংলাদেশ।
এর আগে গত রবিবার বিএনপি, জামায়াতে ইসলামী ও জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সঙ্গে আলাদা আলাদা বৈঠক করেন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস।
আরও পড়ুন:
নির্বাচন নিয়ে কী ভাবছে এলডিপি?